কক্সবাজার প্রতিনিধি।
করোনায় আক্রান্ত হয়ে মৃত কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান এর পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
কক্সবাজার সাংবাদিক
ইউনিয়নের সুপারিশের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্টিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে এই অনুদান দেয়া হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের শনিবার সকালে সাংবাদিক মোনায়েম খানের পরিবারের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান ও যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস রানা।
অনুদানের চেক গ্রহণকালে সাংবাদিক মোনায়েম খানের স্ত্রী রোকসানা বুলবুল ও পুত্র আবদুল মোহাইমেন খান মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সকল কর্মকর্তা সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান করোনা আক্রান্ত হয়ে গত ৭ জুন ইন্তেকাল করেন।