কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::
করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত লকডাউন বাস্তবায়নে আজ হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শরিফ উল্লাহ্ এই অভিযান ও সচেতনতা চালান। হাটহাজারী মডেল থানার একটি চৌকস ফোর্স তাঁকে সহায়তা করেন।
এসময় সরকারহাট বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে ভেতরে বসিয়ে খাবার বিক্রি করায় ১ টি রেস্টুরেন্ট মালিককে ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড শরিফ উল্লাহ্।