1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার চরফ্যাশনে চাঞ্চল্যকর আগুনে পোড়া জোড়াখুনের পরিচয় মিলছে। গ্রেপ্তার ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক আনোয়ার খুটাখালী ক্রিকেট একাদশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আনোয়ারা উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মার্কায় ভোট চাইলেন কাজী মোজাম্মেল নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ! Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya

ভোলার চরফ্যাশনে চাঞ্চল্যকর আগুনে পোড়া জোড়াখুনের পরিচয় মিলছে। গ্রেপ্তার ৩

মনিরুজ্জামান, ভোলাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১১৭ বার

অবশেষে ভোলার চরফ্যাসনের চাঞ্চল্যকর মাথাবিহীন আগুনে পোড়া দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। এ নৃশংস হত্যাকান্ডের ক্লুও শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত ধারাল অস্ত্রও উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। অন্য ২ আসামীকে হণ্যে হয়ে খুজছে পুলিশ। তাদেরকে খুঁজে পেলেই চাঞ্চল্যকর মাথাবিহীন আগুনে পোড়া জোড়া খুনের পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রেসব্রিফিং করবেন ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার আহমেদ।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের সংলগ্ন ভুঁইয়াদের ছাড়া বাড়ি থেকে উদ্ধার হয় মাথা বিহীন আগুনে পুড়ে যাওয়া দুটি লাশ। ধারণা করা হচ্ছে লাশ দুটি চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের নিখোঁজ সংখ্যালঘু দুই ভাই তপন শীল (৫২) ও দুলাল শীলের (৫৫)। তাদের বাবার নাম উৎকণ্ঠ শীল (বেলার বাপ নামে পরিচিত)। ঘটনার দিন থেকে তার নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার জোড়াখুনের মুল হোতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যানুযায়ী ওই দিন বিকাল ৫টায় উপজেলার আছলামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার গজ উত্তরে ফরাজি বাড়ির মহিবুল্লাহ’র বাথরুমের ট্যাংকি থেকে আগুনে পুড়ে যাওয়া জোড়া খুনের মাথা দুটি উদ্ধার করা হয়েছে।
হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারাল অস্ত্র আজ সকালে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা এই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে। স্থানীয়রা ওই সময় মাথা বিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাসন থানার পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে ভোলায় দাফন করেন৷ এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ধারনা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই হত্যাকান্ড ঘটতে পারে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হয়েছে। খুবই শ্রিঘ্রই ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মতিন মোল্লা জানান, ৩নং ওয়ার্ডের (বেলার বাপ নামে পরিচিত) উৎকণ্ঠ শীলের দু‘পুত্র তপন শীল(৫২) ও দুলাল শীল (৫৫) নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে এ লাশ দুটি তাদের।
স্থানীয়রা জানান, তার পরিবার ভারত বসবাস করত। এই সহদোর দুই ভাই পৌর সভার ৩নং ওয়ার্ডে ৫৬শতক জমি বিক্রি করেছে আসলামপুর ৪নং ওয়ার্ডের আবু জাফর ওরফে জাফর ফরাজীগংদের কাছে। জমির লেন-দেন নিয়ে এই ঘটনাটি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারনা।

পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিল মিজানুর রহমান মঞ্জু বলেন, এই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার সন্ধেহে বৃহম্পতিবার বিকালে মূল হোতা সিরাজুল কে আটকের পর তার দেয়া তথ্যাঅনুযায়ী সন্ধ্যায় আবু জাফর ফরাজী ওরফে বাচ্চা ফরাজী(৬২) ও তার স্ত্রী, মো. আবুল কাশেম(২২), হেলাল উদ্দিন(২৫) ও আলী আজগর(৩৫)সহ ৭জনকে আটক করেছে থানা পুলিশ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুপুরে চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের সুন্দরিখাল এলাকার অদূরে ভুইয়া বাড়ির নির্জন বাগান থেকে মাথাবিহীন দুটি দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম