1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য গুলি- পুলিশের ধরাছোঁয়ার বাইরে কাউন্সিলরসহ আট আসামি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আদালত অবমাননা : শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড আনুপাতিক নির্বাচন: কী, কেন এবং কোথায় চালু রয়েছে এই পদ্ধতি? ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে তেহরান দূতাবাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পিআর পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী শাখার দোয়া অনুষ্ঠিত ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ

রাউজানে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য গুলি- পুলিশের ধরাছোঁয়ার বাইরে কাউন্সিলরসহ আট আসামি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২০৪ বার

৭দিন পেরিয়ে গেলেও চট্টগ্রামের রাউজানে এক মুরগির খামার ব্যবসায়ীকে গুলি করা সেই কাউন্সিলরসহ মামলার এজাহারভুক্ত আসামিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এখনো কাউকে গ্রেপ্তার করতে পারনি পুলিশ। গত ১৪ এপ্রিল রাউজান পৌর ১ নম্বর ওয়ার্ডের শেখ ইব্রাহিম জামে মসজিদ পরিচালনা নিয়ে দুপক্ষের মধ্য সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে সাইফুদ্দিন সাবু (৪৯) নামের এক ব্যবসায়ীর বাঁ পায়ে গুলি লাগে। তাঁর পায়ে গুলি করার অভিযোগটি উঠে স্থানীয় কাউন্সিলর ও উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর আলীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর ছোট ভাই পৌর যুবলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন।

মামলায় কাউন্সিলর আলমগীর আলীকে প্রধান আসামি করে তাঁর ভাই রাশেদ আলী, এরশাদ আলীসহ মোট ৮ জনকে আসামি করা হয়। জানা যায়, কাউন্সিলর আলমগীর আলীর সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ব্যবসায়ীকে গুলি করা পর অস্ত্র হাতে সেই কাউন্সিলরের ছবি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আব্দুল্লাহ আল্ মামুন বলেন, আমার সামনেই কাউন্সিলর আলমগীর তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে আমার বড় ভাইকে হত্যার উদ্দেশ্য গুলি করেন। বর্তমানে আমার ভাই সাইফুদ্দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, এ ঘটনায় মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর আলীর বাড়িতে কয়েকবার অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। সেই পালাতক রয়েছে। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সেই যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, শিগগিরই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারলেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই ) অজয় দেব বলেন, আসামিদের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।তবে গ্রেপ্তারের চেষ্টায় অভিযান আব্যাহত রয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net