শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিভিন্নস্থানে বসানো হচ্ছে ডাস্টবিন। ৬ এপ্রিল বুধবার বিকেলে পৌর এলাকা গহিরা চৌমুহনী থেকে ডাস্টবিন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ। এসময় তিনি বলেন, যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হাট বাজারের নির্দিষ্ট স্থানে বসানো ডাস্টবিনে ফেলুন। আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। নির্দিষ্ট স্থানে বসানো ডাষ্টবিনে ফেলানো ময়লা- আর্বজনা প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ফেলবে। পৌরবাসীর সহযোগিতায় ময়লা আর্বজনা থেকে মুক্ত একটি আধুনিক পৌরসভা গড়তে সক্ষম সক্ষম হব ইনশাআল্লাহ। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা সিরাজুল মনির শাওন, সাবের উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, নাসির উদ্দিন, বেলাল হোসেন সিফাত প্রমুখ ।