বিশেষ প্রতিবেদকঃ
এম্বুলেন্স ভারা না থাকায় বাবা ১১০ কিলোমিটার রিকশা চালিয়ে আসার Drbtv.live তে লাইভ দেখে চিকিৎসার ভার বহন করলেন রংপুর স্বপ্ন শপিং মল কর্তৃপক্ষ।
অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টা ১১০কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে এসেছেন তারেক ইসলাম নামে এক বাবা।
Drbtv.live এর সাংবাদিক দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ এ প্রতিবেদককে বলেন,Drbtv.live এ অসুস্থ সন্তানের চিকিৎসা জন্য টাকার অভাবে রিকশাচালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিক্যালে এক বাবা শিরোনামে সাংবাদিক শাহরিয়ার মিমের সংবাদ লাইভটি প্রকাশের পর বাংলাদেশের জনপ্রিয় সুপার শপ
স্বপ্ন কর্তৃপক্ষ সাংবাদিক শাহরিয়ার মিম কে কল দিয়ে অসুস্থ শিশুটির চিকিৎসার সকল খরচ বহন করার কথা জানিয়েছেন।
আজ সকালে রংপুর সুপার শপ স্বপ্ন শাখা তাদের সাথে দেখা করবে বলে জানিয়েছেন।