1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌন সম্পর্ক, নৈতিকতা, মৃত্যু এবং বিচার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল নতুন বাংলাদেশ’ গঠনে এনসিপির ইশতেহার তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের ‘মিথ্যার ওপর পিএইচডি করতে হলে হাসিনার কাছে শিখতে হবে’ বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা: গণশিক্ষা মন্ত্রণালয় ছাত্রদলের সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

যৌন সম্পর্ক, নৈতিকতা, মৃত্যু এবং বিচার

-রুদ্র মিজান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৪২ বার

যে সমাজ অপরাধীদের শিকড়ে জল ঢালে। কদমবুচি করে সেই সমাজে অপরাধের লাগাম টানবে কে? যদিও মোসারাত জাহান মুনিয়ার জন্ম কোনো রাজার রাজত্বে হয়নি। এই দেশ কোনো জমিদারের পৈত্রিক সম্পত্তিও না। তার আগে বলে নিতে হচ্ছে, কুমিল্লার এই মেয়েটিকে নিয়ে সমালোচনার শেষ নেই। অনৈতিকতা, অসামাজিকতার অভিযোগ করছেন অনেকে। অথচ তিনি ভিকটিম। তিনি পৃথিবীর ওপারে। তার চেয়ে বড় কথা, যারা সমালোচনা করছেন। মেয়েটির চরিত্র নিয়ে কথা বলছেন তারা বিশেষ কৌটাবদ্ধ। তাদের মনে রাখা উচিত, অপরাধ আর অনৈতিকতা এক না। মুনিয়া প্রাপ্ত বয়স্ক। তিনি স্বেচ্ছায় কারও সঙ্গে যৌন সম্পর্ক করতেই পারেন। তিনি প্রেম করতেই পারেন। এজন্য রাষ্ট্রীয় আইনে তিনি অপরাধী না। বরং এই সমালোচনা করে আপনি নিজেই অপরাধ করছেন। কোনো কারণেই কেউ তাকে মৃত্যুর দিকে ধাবিত করতে পারে না। নৈতিকভাবে তাকে, তার অভিভাবকদের দায়ী করতে পারি। কিন্তু সেটা গৌণ।
মনে রাখতে হবে, এই সমাজে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ রয়েছে। ধর্মে অবিশ্বাসীরাও রয়েছেন। যে সমাজের কথা আজ বলছেন, গত ২০ বছর আগেও এই সমাজ অন্য রকম ছিল। হয়তো আরও রক্ষণশীল ছিল। আগামীতেও এই সমাজ আরও বদলাবে। সমাজ পরিবর্তনশীল।

নৈতিকতার অজুহাতে একটা অপরাধকে আড়াল করতে চাচ্ছেন যারা তারা সত্যিকার অর্থেই বিশেষ একটি কৌটাবদ্ধ। আরেকটি শ্রেণি নিজেকে বিক্রি করে দিচ্ছেন। নিজের বিবেক, নীতি-আদর্শ বিক্রি করে জেনে বুঝেই ভিকটিমের চরিত্র হনন করছেন।
জেনে রাখা উচিত, শুধু জোর করে না বরং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলে, সেটাকেও ধর্ষণ হিসেবে বিবেচনা করে বাংলাদেশের আদালত। মুনিয়ার ক্ষেত্রেও তদন্ত সাপেক্ষ তা করা উচিত বলে মনে করি।

এই দেশে চেতনার শেষ নেই। নারীবাদী, মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু সব চেতনা সব জায়গায় খাড়ায় না। কেউ একজন আমাকে বলেছেন, ‘এরকম কত মেয়ে মরতেছে.. তাদেরতো বিচার হয় না।’ এটাও বলেছেন, ‘এই প্রভাবশালীরা যদি বিয়ে করতে যায় তাহলে ঘরে ঘরে তাদের বউ থাকবে।’ কথাগুলো ভয়ঙ্কর। তবে বাস্তব। তাই বলে কী মুনিয়ার মৃত্যুর সঠিক তদন্ত চাইবো না। বিচার দাবি করব না। চেতনার দেশে এই মৃত্যুর সঠিক তদন্ত, বিচার দাবি করে বিক্ষোভ হওয়ার কথা ছিল। হচ্ছে না। সঠিক বিচার মানে সায়েম সোবহান আনভীরদের জন্যও ন্যায় বিচার। অপরাধী হলে তিনি যথাযথ শাস্তি পাবেন। মনে করি, এই মামলার অভিযোগ প্রমাণের জন্য মুনিয়ার ডায়রি, বাসার সিসি টিভির ফুটেজ, বিশেষ এ্যাপসের চ্যাটিং, মোবাইলফোনের কল.. যথেষ্ট। রাষ্ট্র এবং আমরা সেই পথে হাঁটবো কী?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net