1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সীতাকুণ্ডে শত শত জেলের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সীতাকুণ্ডে শত শত জেলের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৮১ বার

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জাল বসানোর খুঁটি স্থাপনে নিষেধাজ্ঞা,বয়া উচ্ছেদের সরকারী সিদ্ধান্তের নোটিশের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উত্তর চট্টগ্রামের শত শত জেলে। উত্তর চট্টলা উপকূলীয় মৎসজীবি জলদাস সমবায় কল্যান ফেডারেশনের ব্যানারে বৃহস্পতিবার২ এপ্রিল বিকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানব বন্ধনকালে জেলেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাগরে মাছ ধরাই আমাদের একমাত্র পেশা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পেশা আঁকড়ে ধরে আমরা জীবিকা নির্বাহ করছি। সম্প্রতি আমাদেরকে কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়ে জানিয়েছে যে, সাগরে মাছ ধরার সময় কোনরুপ খুঁটি স্থাপন করা যাবে না এবং জালে বয়া দিলে তা উচ্ছেদ করা হবে। সরকারী এ নির্দেশনা স্পষ্টতই মৎস্যজীবিদের পেশা ধংসের চক্রান্ত। কারণ, মাছ ধরার জাল পাততে হলে অবশ্যই খুঁটি স্থাপন করতে হয়। এছাড়া জাল ফেলতে গেলে বয়াও আবশ্যক। খুঁটি ও বয়া ছাড়া সাগরে মাছ শিকার করা কোন ভাবেই সম্ভব নয়। তারা আগে খুঁটির উপর নির্ভর করে জাল পাততেন, যখন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা আসত তখন জাল তুলে নিলেও খুঁটি থেকে যেতো। কিন্তু গত ১৬ মার্চ এক নোটিশে জানানো হয় সব খুঁটি তুলে ফেলতে হবে। না হলে ৫ এপ্রিল সরকারীভাবে সেগুলো তুলে ফেলা হবে। এটি মেনে কখনোই মাছ শিকার করা যাবে না। এ কারণে সরকারী এ নোটিশ মানতে গেলে তাঁদের সংগঠনের আওতাধীন চট্টগ্রামের পতেঙ্গা থেকে সীতাকুণ্ডের সৈয়দপুর এলাকার ৭৫ হাজার পরিবারের ৩ লাখ ৭৫হাজার মৎস্যজীবির জীবিকা ধ্বংস হয়ে যাবে। তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানান জেলে নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন শেষে উক্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়কে স্মারক লিপি প্রদান করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন, উত্তর চট্টলা উপকূলীয় মৎসজীবি জলদাস সমবায় কল্যান ফেডারেশনের সভাপতি লিটন জলদাশ, উপেন্দ্র জলদাশ, হরিলাল জলদাশ, বাদল জলদাশ, দুলাল জলদাশসহ বিভিন্ন জেলে নেতৃবৃন্দ। জেলেদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদানের কথা স্বীকার করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, আমি তাদের যে দাবী তা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net