1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় পলিথিনের দোকানে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে দন্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

আশুলিয়ায় পলিথিনের দোকানে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে দন্ড

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৭৭ বার

আশুলিয়া থানার বাইপাইল কাচাবাজারের পাশে পলিথিন বিক্রির দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেসময় অন্যান্য পলিথিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়ে।

রবিবার (২৩ মে) বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলের কাঁচাবাজারের আড়ৎ এর পাশে পলিথিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

সে সময় ৩০০ কেজি পলিথিন জব্দও করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেল (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

তিনি এ প্রতিবেদককে বলেন, আশুলিয়ার বাইপাইলে অনেক ভাসমান ব্যবসায়ী ও ভাসমান এ ব্যাবসার পাশাপাশি দোকানে বসেও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করেন। বাইপাইল এলাকায় ভাসমান অনেক মানুষ বসবাস করেন , তাই এরকম একটি স্থানে পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন বিক্রি করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। পরে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীদের প্রতিজনকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ পলিথিন ব্যবসায়ীর মুল চক্র খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এরপাশাপাশি সাধারন মানুষকে সচেতনও হতে হবে। যাতে করে তারা পলিথিন ব্যবহার না করেন।

তাহলে এমন অসাধু ব্যবসায়ীদের পলিথিন বিক্রি ও উৎপাদন বন্ধ করা সম্ভব হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net