বিশেষ প্রতিবেদক ঃ পূবাইলের মাজুখানে সন্রাসী হামলায় বেশ কয়েকজনকে আহত করে বসতবাড়ি ভাংচুর করে ওয়াল নির্মাণ করেছেন আছাবুদ্দিন ।
১৭মে সোমবার বিকাল ৫টায় গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান পশ্চিম পারার বাসিন্দা শাহিন মামুন(৩৮) বাসায় আছাবুদ্দিন সরকারের সন্রাসী বাহিনীর হামলায় ৫০হাজার টাকার সম্পদ ক্ষতি সাধিত হয়েছে।
সন্ত্রাসী হামলায় শাহীন মামুনের পরিবারের উপর হামলা চালিয়ে পরিবারের বেশ কয়েকজনকে আহত ও বাড়ীরঘর গাছগাছালি তচনচ করে ভেংগে দিয়ে ওয়াল নির্মাণ করার অভিযোগে থানায় অভিযোগক দায়ের করেছেন শাহিন মামুন। যানাযায় আছাবুদ্দিন সরকারের নেতৃত্বে একদল সন্রাসী বাহিনী নিয়ে দেশী অস্ত্র শ্বস্ত্রে স্বজ্জিত হয়ে হামলা চালিয়ে, তাদেরকে আহত করে ওয়াল নির্মাণ করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে শাহীন মামুন বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাযায় সন্ত্রাসী হামলায় খতির পরিমান প্রায় ৫০হাজার টাকা। সংশ্লিষ্ট পুলিশের এস আই বিষয়টি নিশ্চিত করেন এ প্রতিবেদককে।