1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার নোহাটায় 'মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ আ. লীগ নেতা বললেন, ‘ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে,, সারা দিনে ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার নির্বাচনী সভায় বক্তব্যে – কামরুল হাসান । ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা কুবি শিক্ষককে ঘুষি মারলেন প্রক্টর; অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান চন্দনাইশে মোবাইল কোটের অভিযানে স্কেভেটর-পিকআপ জব্দ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

মাগুরার নোহাটায় ‘মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০২ বার

মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা দিলরুবা ক্লাব আয়োজিত ‘মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২১’ এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে সকাল ০৯ টায় শুরু হওয়া নোহাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠের এ ফাইনাল খেলায় নুরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্র চাম্পিয়ন হয়।
খেলায় প্রথমে মিতুল স্মৃতি ক্রীড়া চক্র নির্ধারিত ১৫ ওভারে ৯৬ রান করতে সক্ষম হয়।
জবাবে ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাভেল ইসলামের অপরাজিত ২৩ রানে ৮ বল হাতে রেখেই ৭ উইকেটে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় নুরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্র।
খেলায় বিজয়ী দলের খেলোয়াড় তৌকিরকে ম্যাচে সেরা এবং চুন্নু স্মৃতি ক্রিকেট একাদ্বশের শিহাবকে সিরিজ সেরা পুরস্কার দেওয়া হয়।

খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও নোহাটা দিলরুবা ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইন্জিনিয়ার মোঃ হাসান শওকত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার যশোর জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ হুসাইন শওকত, বিশিষ্ট সাংবাদিক মোঃসাইফুল্লাহ, বালিয়াকান্দি উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বিধান কুমার দাস, বিশিষ্ট আইনজীবী আব্দুর রশিদ, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুজ্জামান বাকি, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ,
বিশিষ্ট ব্যবসায়ী ফাইম রেজা প্রিন্সও মোঃ খোকন শেখ, নুরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্রের ম্যানেজার মোঃ রুহোল আমিন, মিতুল স্মৃতি ক্রীড়া চক্রের ম্যানেজার মোঃ রুবেল, চুন্নু স্মৃতি ক্রীড়া চক্রের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সব্দালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসির রহমান বাবু, মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জুবায়ের প্লাবন,আব্দুর রশিদসহ আরো অনেকে।
খেলার সার্বক্ষনিক পরিচালনায় ছিলেন নোহাটা দিলরুবা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামরুজ্জামান লিটু ও মামুন মোল্লা এবং তৃতীয় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন আবু হাসান।

ফাইনাল খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী ও উইকেট শিকারিকে রাধানগর মনোয়ারা ফার্মেসীর পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
চলতি বছরের ২৭ মার্চ শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহন করে।
লীগ ভিত্তিক এ খেলায় প্রথম সেমিফাইনালে রশিদ স্মৃতি ক্রীড়া চক্র পরাজিত করে মিতুল স্মৃতি ক্রীড়া চক্র ফাইনালে উন্নিত হয় এবং দ্বিতীয় সেমিফাইনালে চুন্নু স্মৃতি ক্রীড়া চক্রকে পরাজিত করে নূরুল্লাহ স্মৃতি ক্রীড়া চক্র ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে৷

দিলরুবা ক্লাবের সভাপতি ইন্জিনিয়ার মোঃ হাসান শওকত তাঁর বক্তব্য বলেন, এলাকার যুব সমাজকে একটি আদর্শ যুব সমাজ গড়ে তুলতে হলে এরকম ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। আমরা দিলরুবা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো এই টুর্নামেন্টকে সফলতার সাথে শেষ করতে পারায় শুকরিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম