মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
২০২০-২১ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পাদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার ২০ জন মৎস্যচাষীদের নিয়ে কার্প জাতিয় মাছের মিশ্র ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন।
প্রশিক্ষনে আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, মাছচাষে পুকুর প্রস্তুতি (আগাছা পরিস্কার, চুন ও সার প্রয়োগ ব্যবস্থাপনা) মাটি ও পানির ভৌত ও রাসায়নিক গুনাগুনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ২৯ মে তৃতীয় দিন প্রশিক্ষণার্থীদের খাগড়াছড়ি জেলার মিনি হ্যাচারিতে (মায়াবিনী লেক) প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন কোর্স সমন্বয়ক ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার।
রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পাদ উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভুঁইয়া, রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা ফিল্ড অফিসার মিলন কৃষ্ণ চাকমা উপস্থিত ছিলেন।