বিশেষ প্রতিবেদক ঃ রংপুরে প্রথম আলোর জ্যেস্ঠ প্রতিবেদক, সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তির দাবি ও গ্রেপতারের প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয় ।
১৮মে মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে সিনিয়র সাংবাদিক রোজিনাকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবিতে সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত।
প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছে রংপুরে কর্মরত সাংবাদিক সমাজ।
সাংবাদিক সমাবেশ থেকে বলা হয়, প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা হয়েছে,তারপর সরকারী নথি চুরির মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে থানায় দেয়া হয়েছে। সাংবাদিকরা আরোও বলেন, রোজিনা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখনও আটকে রাখা হয়েছিলো হাসপাতালেও নেওয়া হয় নি । আমরা তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নতুবা উদ্ভুত পরিস্থিতির জন্য দায় দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।
রংপুরের সাংবাদিক সমাজ বলেন, তিনি দেশের স্বনামখ্যাত একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে এভাবে আটকে রাখা হয়েছে, অসুস্থ হওয়ার পরও কেন তাকে হাসপাতালে নেওয়া হয়নি তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রোজিনাকে হেনস্তা করার পেছনে কারা দায়ী সেইসব ব্যক্তিদেরও খুঁজে বের করতে হবে।
এছাড়াও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি। অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দাবি জানান তারা।