নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের ন্যায় এই বছরও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের “দত্ত ভবন”স্বর্গীয় ডাঃরুক্মিণী বিকাশ দত্ত (বিমল) মহোদয়ের বাড়িতে নিখিল বিশ্বের শান্তি কামনায় পূর্ণ্য অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ,অখন্ড সমবেত উপাসনা ও ধর্মীয় সংগীতাঞ্জলির আয়োজন করা হয়।
কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পরা কোভিড১৯ করোনা ভাইরাস মহামারীর কারণে সীমিত পরিসরে সমগ্র অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানমালার মধ্যে ছিল জগৎ কল্যাণ কামনায় অখন্ড সমবেত উপাসনা, ভোরবেলা উষাকীর্তন,শ্রীশ্রী চন্ডী পাঠ,দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ, শ্রীশ্রী বিপদবারণ মধুসূদন নামসংকীর্তন ও রাজভোগ নিবেদন, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ, অন্নপ্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীতাঞ্জলি ও নৃত্য অনুষ্ঠান।
গীতা পুষ্পযজ্ঞে পৌরোহিত্য করেন শংকর মঠ ও মিশন থেকে আগত শ্রীমৎ গুরুকৃপানন্দ মহারাজ,শ্রীশ্রী চন্ডী পাঠ করেন মুজাফরাবাদ শ্রীশ্রী রক্ষা কালী বাড়ী গীতা শিক্ষা নিকেতনের প্রশিক্ষক পুতুল চৌধুরী, গীতাপাঠ পরিবেশন করেন মুজাফরাবাদ শ্রীশ্রী পার্থ সারথী গীতা সংঘের বিশিষ্ট গীতাপাঠক শ্রী শোভন রায়, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক )চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক শ্রী মিশন দত্ত সপু।যন্ত্রানুষঙ্গে ছিলেন অক্টোপ্যাড বাদক এস,এম জয়,কীবোডিস্ট লিপছন নন্দী,মৃদঙ্গে তপু বিশ্বাস,জহরলাল বিশ্বাস, প্রান্ত মল্লিক প্রমুখ।শ্রীমদ্ভগবদগীতার তত্ত্ব নিয়ে আলোচনা করেন উপ-সহকারী এগ্রিকালচার অফিসার ও সনাতন ধর্মীয় গবেষক শ্রী সুভাষ চন্দ্র দত্ত। ভক্তপ্রবর ডলি দত্তের উদ্যোগে দুস্হদের মাঝে ত্রাণ বিতরণে নিয়োজিত ছিলেন বাবু রতন দত্ত, অঞ্জন বিশ্বাস,শিবু মল্লিক।ধর্মীয় সংগীতাঞ্জলি “হে গোবিন্দ রাখো চরণে” এতে সংগীত পরিবেশন করেন শোভন রায়, মিশন দত্ত সপু,রুমি শীল,অঞ্জু সামন্ত,জিত বিশ্বাস।নৃত্য পরিবেশন করেন পূজা বিশ্বাস, আদৃতা দাশ অর্পা।মধ্যাহ্নে শ্রীশ্রীমধুসূদনের রাজভোগ নিবেদন করেন পুরোহিত শিবু ভট্টাচার্য।পরে আগত ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।পরিশেষে রাত ১০ টায় শান্তি বাচনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।