1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে শহীদ জিয়ার ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০০ অপরাহ্ন

কক্সবাজারে শহীদ জিয়ার ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৮৩ বার

বিএনপি’র জাতীয় নির্বাহী মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, শহীদ জিয়া শুধু একজন মানুষের নাম নয়, একটি ইতিহাসের নামও।

মৃত্যুঞ্জয়ী জিয়া ৭১ এ স্বাধীনতার ঘোষণা না দিলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস হয়ত অন্যরকম হয়ে যেত।

শুধু তাই নয় তাঁর জীবন ও কর্ম পর্যালোচনা করলে দেখা যাবে তিনি শুধু এক বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন সেনা নায়ক।

এ জাতির ভাগ্য পরিবর্তনের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রবিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন যুবদল আয়োজিত কাঙ্গালি ভোজ, দোয়া ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই এদেশে বাঁকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে।

স্বাধীনতা পরবর্তী দেশের সংকট উত্তরনে এবং দেশ গঠনে তাঁর বলিষ্ট নেতৃত্ব বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়ে ছিল।

তিনি শহীদ জিয়াকে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রাণ পুরুষ উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের হারানো গণতন্ত্র পুণঃরুদ্ধার করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

এর আগে সকাল ১১ টায় পৌর বিএনপির আলোচনা, দোয়া মাহফিল ও গরীব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম