1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

দিনাজপুর জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১০৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন দিনাজপুর জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র। আজ রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলামসহ অন্যান্য উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫৭৭০ বর্গফুট আয়তনের তিন তলাবিশিষ্ট দিনাজপুর জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের নিচতলায় গুদাম, গ্যারেজ, গার্ডরুম, দ্বিতীয় তলায় আইসিটি কক্ষ, অফিস কক্ষ, কাগড়ের গুদাম আর তৃতীয় তলায় রেস্ট হাউজ, ডাইনিং রুম রয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

প্রসঙ্গত, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্যে ১০০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৫টি মুজিব কিল্লা রয়েছে। এছাড়া আরও ৫০টি মুজিব কিল্লার ভিত্তিফলকও এ অনুষ্ঠানে উন্মোচন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম