1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মহানবী (সাঃ)কে নিয়ে কুটুক্তি করায় দুটি বাড়িতে আগুন! সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১০৪ বার

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৫টায় সদরের ঢাকা-দিনাজপুর মহাসড়কের জামতলী মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৫০) মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল জব্বারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম কাহারোল উপজেলার সুখানদীঘি ঈশ^র গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে একজন লিচু ব্যবসায়ী।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বলেন, কাহারোল থেকে দিনাজপুরে আসার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক ঢাকা-দিনাজপুর মহাসড়কের জামতলী মোড়ে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল জব্বার নামে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, রবিবার রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান জিয়া (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বীরগঞ্জ পৌরসভায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবন চেকপোষ্ট এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জিয়া কাহারোল উপজেলার জগন্নাথপুর ডেপিকুড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান বলেন, নিহত জিয়াউর রহমান জিয়া দিনাজপুর থেকে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল যোগে আসার পথে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম