চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া প্রবাসী ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখার কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যন মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরবের নির্দেশনায় রোববার (২৩মে) দুবাই’র স্থানীয় একটি মিলনায়তনে কমিটি গঠনোত্তর এক সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় উপদেষ্টা খান বাহাদুর আবুহেনা মাহমুদের সভাপতিত্বে ও দুবাই শাখার সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আলমগীর হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা হামিদ হোছন, আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ আসাফ উদ্দিন, চকরিয়া উপজেলা শাখার আহবায়ক আবদুল হামিদ ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল কাদের। পুরো অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহীনুল ইসলাম শাহিন।
এদিকে সভা শেষে সংযুক্ত আরব আমিরাত শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুহেনা মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের যৌথ সিদ্ধান্তক্রমে দুবাই শাখার ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে শাহিনুল ইসলামকে সভাপতি ও এম. নুরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।