চট্টগ্রাম নগরীতে মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নগরীর খতিবের হাট এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে এই মদের কারখানার সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে ৭০৬ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে আবু বকর সিদ্দিক বলেন, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খতিবেরহাট এলাকার একটি ভবনের পঞ্চম তলার দুটি ফ্ল্যাট থেকে ৭০৬ লিটার দেশীয় মদসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা প্রায় এক বছর ধরে ওই বাড়িটি ভাড়া করে দেশীয় মদ তৈরি করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, তৈরি করা মদ পলিথিন ও স্যালাইনের ব্যাগে করে নগরের লালখান বাজার, চকবাজারসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করা হতো। মদের কারখানা তৈরিতে সহায়তার জন্য ভবনের মালিক বা অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।