মাহবুবুর রহমান :
নোয়াখালী চৌমুহনী সরকারি এস এ কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন মঙ্গলবার সকাল ১০.০০ – ১২.৩০ পর্যন্ত সম্পাদক পদসহ ২ টি পদে জন্য নির্বাচন সম্পূর্ন হয়।
প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে দুপুর ২ টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদকে পদে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সরকার আওলাদ হোসেন জয়ী হোন এবং কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক সাফায়েত উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।
পরে বিজয়ী ও বিজিত প্রার্থী একসাথে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় তারা কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বর্তমান শিক্ষক সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।