কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ জুন) সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্দাকিনী গ্রামের নিজ মুদি দোকান থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মোহাম্মদ আজম (২৪)। তিনি ওই এলাকারই নজব মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. শামসুল আলমের ছেলে। তার পিতা একজন মুক্তিযোদ্ধা।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন- দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন দোকানের জিনিসপত্র ও ক্যাশবক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা-পয়সাও লুট হয়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়।’
ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আকবর বলেন- রাতে প্রতিদিনের ন্যয় আজম নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে তিনি দোকান না খোলায় আশপাশের দোকানিরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।