1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আব্দুল কাদের মির্জার উদ্যোগে বসুরহাট ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: মা-মেয়ে আটক ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু ! মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা Best Totally Free Dating Websites in 2024 বাঁশখালীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ মুজিবুর রহমান মাগুরায় ডেন্টাল সোসাইটি’র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা চৌদ্দগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আব্দুল কাদের মির্জার উদ্যোগে বসুরহাট ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৯২ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় সভা করেছেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।

বুধবার (২ই জুন) সন্ধ্যা ৭ টায় বসুরহাট পৌর মিলনায়তনে এ মত বিনিময় সভা করেন তিনি। উক্ত সভায় নাজিম উদ্দিন নিজাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, ব্যবসায়ীরা যে কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাবেন আমি সমাধান করবো। আমি আপনাদের সেবা দিতে সর্বদা প্রস্তুত ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো, তিনি বলেন বসুরহাট বাজারের নিরাপত্তার জন্য কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা করতে আমি ব্যবসায়ী নেতাদের অনেক আগেই বলেছি তারা সেটা করেনি, এখনো সময় আছে আপনারা সবাই মিলে কমিউনিটি পুলিশিং চালু করেন, মাসিক খরচের ৫০% আমি দেবো তবে ভালো থেকে লোক নিয়োগ করবেন।
কাদের মির্জা বলেন, বর্তমানে প্রায় ৮০% লোকেরই ডায়াবেটিস, রাস্তায় গাড়ির ঝামেলায় ডায়াবেটিস রোগীরা হাঁটতে পারেনা, তাই তাদের জন্য আমি ওয়াকওয়ে নির্মান করবো। বাচ্চাদের খেলার ভালো কোনো স্থান নেই, বাচ্চাদের জন্য শিশু পার্কের ব্যবস্থা করবো যেখানে বিনোদনের সকল ব্যবস্থা থাকবে। বসুরহাট কাঁচা বাজার ও মাছ বাজারের জন্য ভবন নির্মান করবো, বাজারে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, যারা অবৈধ স্থাপনা করে জায়গা দখল করে রেখেছেন এসব অবৈধ স্থাপনার জন্য কোনো কোনো রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। কোথাও আগুন লাগলে তারা কিভাবে আসবে।
তাই সময় থাকতে সরিয়ে ফেলুন, নইলে আমি বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলবো।

পৌরসভা অফিসে কোনো কাজের জন্য টাকা দিবেন না, কেউ টাকা চাইলে আমাকে জানাবেন। তাদেরকে কঠোর শাস্তি দেবো বলে হুঁশিয়ারি দেন মির্জা।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌরসভার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই ব্যবসা করেন, আমি আগামী ১০ই জুন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবো। আমি ফিরে আসা পর্যন্ত আমার পৌরসভার প্রতি খেয়াল রাখবেন, নিজেরাও সতর্ক থাকবেন। আমি যে কাজ গুলোর কথা বলছি বেঁচে ফিরলে অবশ্যই করবো আর মরে গেলে কোনো দাবী রাখবেন না।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন ফরহাদ, বসুরহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বসুরহাট পৌর বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বসুরহাট বে-সরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কু্দ্দুছ, বসুরহাট একাডেমীর সভাপতি বাবু অরবিন্দু ভৌমিক।
আরও বক্তব্য রাখেন, “সামছু ব্রাদার্স” এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক, আজমীরি বেকারী ও আজমীরি হোটেলের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব ও কোম্পানীগঞ্জ সিএনজি শ্রমিক কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান। সভায় বক্তারা সবাই তাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পৌর মেয়রের যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সুস্থ ভাবে দেশে ফিরে আসার কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম