1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে জনগণের সেবক হিসাবে কাজ করছেন ওসি আরিফুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

দেবিদ্বারে জনগণের সেবক হিসাবে কাজ করছেন ওসি আরিফুর রহমান

আই কে ইব্রাহীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৮০ বার

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে জনগণের পরমবন্ধু হিসেবে মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কুমিল্লার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

যিনি নিজেকে কখনো ওসি হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসাবে জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। থানায় যোগদানের পর পাল্টে দিয়েছেন থানার বিভিন্ন চিত্র। দমন করেছেন থানায় দালালদের দৌরাত্ম্য। সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি, অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন থানায়। বিভিন্ন সময়ে অসহায়-বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি।

এছাড়াও তিনি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে খাদ্য পৌছে দিচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন। তার এমন মানবিক কাজে প্রশংসা কুড়িয়েছেন সকলের।

দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সকল সফল অভিযানে আটক করা হয়েছে কুখ্যাত অনেক মাদক কারবারিকে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিয়মিত‌।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিভিন্ন সময়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন এই পুলিশ কর্মকর্তা। লকডাউনে থাকা পরিবারগুলোকে সাধ‍্যমতো সার্বিক সহযোগিতাও করেছেন তিনি।

দেবিদ্বার থানায় যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই এ ধরণের সৃজনশীল কার্যক্রমে তিনি সাধারণ মানুষের কাছে অসাধারণ ব‍্যক্তিত্ব ও আস্থার প্রতীক হয়ে ওঠছেন এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতংক।

অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, জনগণের একজন সেবক হিসেবে নিজেকে উজার করে দিতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net