1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোনাবাড়ীতে পপুলা‌রের ভূল চি‌কিৎসায় শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

কোনাবাড়ীতে পপুলা‌রের ভূল চি‌কিৎসায় শিশুর মৃত্যু

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৩৬ বার

গাজীপুরের কোনাবাড়ীতে পপুলার হাসপাতালের ভূল চি‌কিৎসায় আরাফাত (৩) না‌মের একটি শিশুর মৃত‌্যুর অভিযোগ ওঠেছে হাসপাতালটির বিরুদ্ধে ।

সোমবার(১২জুলাই) দুপু‌রে ‌কোনাবাড়ী সদরে অবস্থিত পপুলা‌র হাসপাতালে এই ঘটনাটি ঘ‌টে‌ছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১০জুলাই গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার ম‌র্ধ্যপাড়া ইউ‌নিয়‌নের জাউলা‌ ভিটা টানপাড়া এলাকার সাদ্দাম হো‌সে‌নের ছেলে শিশু সন্তান আরাফাত‌কে পা‌ আগুনে পুরে যাওয়ায় চি‌কিৎসার জন‌্য পপুলার হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। দুই‌দিন ভূল-চি‌কিৎসার পর রুগীর অবস্থার অবন‌তি হ‌লে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রি‌লিজ দেন।

শিশুর পিতা শিশুটির মৃত‌্যুর বিষয়‌টি আচ কর‌তে পে‌রে ডাক-‌চিৎকার কর‌লে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী বিভা‌গে নি‌য়ে কিছুক্ষন অ‌ক্সি‌জেন দি‌য়ে রে‌খে হাসপাতা‌লের বিল প‌রি‌শোধ ক‌রি‌য়ে অ্যাম্বুলেন্সে উ‌ঠি‌য়ে সদর হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে দেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন সাদ্দাম হো‌সেন।

সাদ্দাম হোসেন এ প্রতিবেদককে ব‌লেন, পপুলারের মা‌লিক আ‌মা‌কে বল‌েছে, কোন অসু‌বিধা নেই আমা‌দের আই‌সিইউ আ‌ছে। তারা অপা‌রেশন করার পর রা‌তেই ছে‌লে ব‌্যাথায় কাতরা‌চ্ছিলো, নার্সকে ডে‌কে‌ছিলাম সেও চেয়া‌রে ঘুমায়, আর ব‌লে‌ছে সা‌পো‌জিটর (ডুস) দেন। তারা ব‌লে আপনারা শিশুকে বড় হাসপাতা‌লে নেন!

শিশুটির নানী ব‌লেন, পপুলা‌রের এক ডাক্তা‌রের পরামর্শে আমরা এখানে ভ‌র্তি করি। ত‌বে আমরা সদর হাসপাতা‌লে নি‌য়ে চি‌কিৎসা করা‌তে ছে‌য়ে‌ছিলাম কিন্তু তারা সেখানে নিয়ে যেতে দেয়নি। শিশুটিকে সদর হাসপাতা‌লে নেওয়ার পর কর্তব‌্যরত ডাক্তার জা‌নি‌য়ে‌ছেন অ‌নেক আ‌গেই তার মৃত‌্যৃ হ‌য়েছে।

শিশু মৃর্ত্যুর বিষ‌য়ে কোনাবাড়ী পপুলার হাসপাতালের ব‌্যাবস্থাপনা প‌রিচালক কাজী নজরু‌ল ইসলা‌মের সা‌থে যোগা‌যোগ করার চেষ্টা কর‌া হলেও তাকে পাওয়া যায়‌নি। এমনকি দা‌য়িত্ব প্রাপ্ত কোন কর্মকর্তা‌কেও পাওয়া যায়‌নি।

মৃত্যু শিশুটির প‌রিবা‌রের প‌ক্ষে আইনজী‌বি ব‌লেন, (১২ জুলাই) কোনাবাড়ী থানায় এক‌টি সাধারণ ডা‌য়ে‌রি ক‌রে‌ছেন এবং কো‌র্টে মামলা দা‌য়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম