1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক পেটানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ মে ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি; বাংলাদেশের উন্নয়নের অংশীদার —–ডা.তাহের মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্তের বিধান চাকরি-বেতন নিশ্চিতে আর্তনাদ কোভিডে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীদের গরিবের মামলায় গুরুত্ব নেই ওসির: বিত্তবানদের প্রভাব উন্নয়নের নামে লুটপাট সাত ঘণ্টার কম ঘুমালে কী হয়

শিক্ষক পেটানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৭৪ বার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় লকডাউনের বিধিনিষেধ কার্যকরের নামে একজন কলেজ শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। অবিলম্বে সরকারের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. মাইনুদ্দিন।

সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম বলেন,”কোন সভ্য সমাজে সরকারি কর্মকর্তা দ্বারা এভাবে একজন শিক্ষক নির্যাতিত হবে এটা কোনভাবে মেনে নেয়া যায়না। আমরা শিক্ষক সমাজ সরকারের নিকট এর সুষ্ঠু বিচার চাই।“

ঘটনায় জানা যায়, রাজশাহীর পুঠিয়ায় সাধনপুর স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুল আজিজ প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় লকডাউনের বিধিনিষেধ কার্যকরের জন্য বাগমারা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাহমুদুল হাসান সেখানে আসেন এবং আব্দুল আজিজকে জিজ্ঞাসা করেন, আপনি এখানে কি করেন? উত্তরে আব্দুল আজিজ বলেন,”আমি ডায়াবেটিস রোগী, প্রতিদিন আমি হাঁটাহাঁটি করি, আমি হাঁটতে বের হয়েছি।“তিনি নিজেকে একজন কলেজ শিক্ষক বলেও পরিচয় দেন কিন্তু তারপরেও ঐ উপজেলা সহকারী কমিশনার তাকে লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করেন। এতে আব্দুল আজিজের হাত ফেটে রক্ত বের হতে থাকে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয় এবং দেখা যায় হাতের হাড় ভেঙ্গে গেছে।

পরদিন (শুক্রবার) সকালে বাগমারা উপজেলা সহকারী কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আব্দুল আজিজের বাড়ি এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে অবশ্য তিনি তা অস্বীকার করেন। পরিচয় দেয়ার পরও একজন কলেজ শিক্ষককে অকারনে এভাবে পেটানো চরম অন্যায় এবং দেশের শিক্ষক সমাজের জন্য অবমাননাকর। বয়সে জুনিয়র একজন উপজেলা সহকারী কমিশনার একজন কলেজ শিক্ষককে এভাবে পেটায়, এটা কোন সভ্য সমাজে চিন্তা করা যায়?
আমরা শিক্ষক সমাজ সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net