1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাট চাষিরা পাট পচানো নিয়ে বিপাকে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা ! হক কমিটির উদ্যোগে রাউজানে প্রচন্ড তাপদাহের মধ্যে পথচারী ও শ্রমজীবি মানুষের শরবত বিতরন তিতাসে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন মু. দেলোয়ার হোসেন পলাশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই গাছ কেটে সাবাড় করছে বন বিভাগ রাউজানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ- পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাউজানে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায় রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ও বাবা-ছেলে লড়াই ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি !

পাট চাষিরা পাট পচানো নিয়ে বিপাকে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২০০ বার

লালমনিরহাটের পাট চাষিরা পাট পচানো নিয়ে বিপাকে। বিশেষ করে তিস্তা নদীতে পানি থৈ-থৈ করলেও পানির স্রােতে ভেসে যাওয়ার ভয়ে তোষা পাট পচাতে(জাগ দিতে) পারছে না। সে কারনে অনেকে চরের তোষাপাট কেটে ভ্যান যোগে অন্যএ নিয়ে বদ্ধ পুকুরে পচাতে বাধ্য হচ্ছে। আবার কেউ বাঁশের খুটির ঘের দিয়ে তিস্তার নদীর পানিতে পাট পচানোর ব্যবস্হা করছেন। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাট ক্ষেতে পানি ঢুকে যায়। ফলে পাট কাটায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা। লালমনিরহাট জেলার ৫ উপজেলার উচু অঞ্চল গুলোতে পাট কেটে পাট পচানো নিয়ে বিপাকে পরেছেন, পাট চাষিরা। পাট চাষীরা জানান, বাড়তি দামে পাট বিক্রি করে লাভবান হলেও আগের মতো পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। জানা গেছে, সোনালী আঁশখ্যাত পাটের উৎপাদন ধারাবাহিক ভাবে কমছে। পাটের সোনালী অতিত এখন কেবলই ইতিহাস। এর পরেও পুরোনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে পাটচাষীরা।

দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের এখাত এখন পাট সংকটে ধুঁকছে। কাঁচা পাট সংকটের কারনে দেশের ৫০ টি পাট কল বন্ধ হয়েছে।আর এর পেচনে অন্যতম কারণ হলো পাট পচানোর প্রয়োজনীয় পানির অভাব এবং পাটের দামে মজুূদারদের কারসাজির কারনে কৃষকের লোকসানের শঙ্কা। এছাড়া পাট বীজ আমদানি নির্ভর হওয়ায় প্রতিবছরেই ঝুঁকিতে থাকে উৎপাদন লক্ষ্যমাএা। এর পরেও চলতি মৌসুমে এক বুক সপ্ন নিয়ে পাট চাষ করেছে লালমনিরহাটের কৃষকরা। রোদ-বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে সবুজ পাট কে রুপান্তরিত করেন সোনালী বণেঁ। এর পরে বিক্রি করতে গিয়ে পরে দুবিঁপাকে। লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানান, চলতি মৌসুমে জেলার ৫উপজেলায় পাট চাষে লক্ষ্যমাএা ধরা হয় ৪হাজার৬৪০ হেক্টর জমিতে এবং আবাদ হয়েছে ৪হাজার ৭৫ হেক্টর জমিতে। অন্যান্য বছরের তুলনায় কম।গত ২ বছরে বাজারে পাটের দাম বেশ ভালো যাচ্ছে। এর পরেও পাট চাষে কৃষকের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। কৃষি বিভাগের লোক ও কৃষকের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছর পাটের দামে অস্বাভাবিক ওঠা-নামার কারনে কৃষকে লোকসানের মুখ দেখতে হয়। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। কৃষকরা জানান, চলতি বছর পাটের বাম্পার ফলন হয়েছে। এ ফসল কে ধরে রাখতে কৃষক যেন ন্যায দাম পায় সেদিকে সরকারী ভাবে কঠোর নজরদারী ও পাট খাতে প্রয়োজনীয় সহযোগীতার উপর জোরদাবী জানান, সাধারন কৃষকরা। কৃষি বিভাগ জানান,এবছর দেশী, তোসা ও কেনাপ জাতের পাট চাষ করা হয়েছে। গত বছরের আবাদী পাট প্রতি মন তোসা প্রায় ৬ হাজার, দেশী প্রায় ৫ হাজার এবং মেস জাতের পাট ৫হাজার ৫শত টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে বলে পাট ব্যবসায়ীরা জানান। চলতি বছর নতুন পাট এখনো বাজারে উঠেনি। আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন পাট বাজারে উঠবে এবং প্রতি মন কত বিক্রি হবে তা বাজারে মহাজনরা কিনতে আসলে বুঝা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম