1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে রাজা মিয়া হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক- মির্জা ফখরুল

নরসিংদীতে রাজা মিয়া হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩২০ বার

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, নজরপুর ইউপি পরিষদের সাবেক মেম্বার, ও মতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজা মিয়া জনি’র হত্যাকান্ডের বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে নিহত রাজা মিয়ার জনি’র পরিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সন্মেলনে নিহতের স্ত্রী হাশুরা বেগম তার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন। আজ সকালে ১১টায় নবীপুর গ্রামে নিহত রাজা মিয়ার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে বলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আমার স্বামী রাজা মিয়া জনি নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, মতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। গত দুই বছর আগে ২৮ আগষ্ট নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শোক সভায় আমার স্বামী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে এবং সদর আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু’র আহবানে বিকালে নবীপুর গ্রাম থেকে প্রায় ৫/৬ শত লোকজন নিয়ে শোক সভায় উপস্থিত হয়।

শোক সভা শেষ করে আমার স্বামী রাজা মিয়া জনি বাড়ী ফেরার পথে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর প্বার্শের রাস্তায় আগে থেকে উৎত পেতে থাকা আদু গং’রা আমার স্বামী রাজা মিয়া জনিকে সন্ধ্যায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। কিন্তু দুঃখের বিষয় আজ দুই বছর হতে চলেছে আলোচিত রাজা মিয়া জনি হত্যার বিচার পাইনি। ১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করি। তিনি আরও বলেন, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা। তিনি তার বাবার হত্যার বিচার করে আসামীদের ফাঁসি দিয়েছেন, ঠিক সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার স্বামী রাজা মিয়া জনি’র হত্যার বিচার বা ফাঁসি চাই। খুনিরা যাতে ১০০ বছরেও নজরপুর ইউনিয়নে প্রবেশ করতে না পারে, সে জন্য আইনী ব্যবস্থা নিবেন বলে আমার দৃঢ বিশ্বাস, খুনিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা এবার আমাকে, আমার পরিবার ও আমার পিতৃহারা সন্তানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আসামীরা কারগার থেকে জামিনে বের হয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে এবং প্রতিনিয়ত মোবাইলে হুমকি- ধমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমি এখন আমার পরিবার/ পরিজন ও পিতৃহারা সন্তানাদী নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আমার পরিবার/পরিজনের ও পিতৃহারা সন্তানদের নিরাপত্তার মাধ্যমে প্রান ভিক্ষা চাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন উক্ত হত্যা মামলার বাদী শাহিন ব্যাপারী, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি বোরহান ব্যাপারী, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, নিহতের ছোট ভাই জামাল মিয়া, নিহতের দুই মেয়ে রুবিনা আক্তার ও চাঁদনী আক্তার এবং ছোট ছেলে শাহাদাৎ হোসেন ও ইসমাইল কাজীসহ প্রমূখ। উক্ত সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net