চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী ব্রীজ সংলগ্ন হাইওয়ে থানার
সামনে চেকপোস্টে যাত্রীবাহি হাইচের চাঁপায় এক কনস্টেবল নিহত হয়, অপর
এক কনস্টেবল আহত হয়। আজ ৫ আগস্ট বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম
অভিমুখী যাত্রীবাহি হাইচ (চট্ট.মেট্টো.চ-১১-৫২২৫) কে হাইওয়ে থানার
কনস্টেবল রাব্বি ভুঁইয়া (২৮), মো. আরফাত হোসেন (২৯) থামানোর জন্য
সংকেত দেয়। এ সময় হাইচ চালক গাড়ির গতি কমিয়ে পূনরায় গাড়ির
স্বজোরে চালিয়ে কনস্টেবল রাব্বি ভুঁইয়াকে গাড়ি চাঁপা দিলে সে
ঘটনাস্থলে মারা যায়। অপর কনস্টেবল আরফাত হোসেন আহত হয়।
গাড়িটি দোহাজারী ব্রীজের উত্তর পাশে রেখে চালক পালিয়ে যায়। গাড়িতে ১৫ জনের
অধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদশর্ীরা জানান। খবর পেয়ে হাইওয়ে অতিরিক্ত পুলিশ
সুপার ফরহাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে
প্রেরণ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ময়না তদন্ত শেষে
রাব্বির লাশ তার গ্রামের বাড়ি নরসিংদী পলাশে পাঠানো হবে বলে
জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব।