1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"১৩ বছর স্বাস্থ্য কর্মী পদে কাজের অভিজ্ঞতা থেকে টিকা পুশ করেছিলাম" কাউন্সিলর নাদিয়া নাসরিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ চৌদ্দগ্রামে দখল করা জমি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন মাগুরার শ্রীপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার গৌরিপুর বাজারের যাত্রী ছাউনির সেপটিক ট্যাঙ্কের ওয়াল নির্মাণে বাঁধা রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের শিশু ও গো খাদ্য বিতরণ মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে মারা গেলো ৩ দিনের শিশু ঠাকুরগাঁও মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

“১৩ বছর স্বাস্থ্য কর্মী পদে কাজের অভিজ্ঞতা থেকে টিকা পুশ করেছিলাম” কাউন্সিলর নাদিয়া নাসরিন

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৮১ বার

ব্যক্তিগত কার্যালয়ে নিজ হাতে শতাধিক নারীকে করোনার টিকা পুশ করে আলোচনায় নাদিয়া নাসরিন। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন। নগরীতে এ বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন জনপ্রতিনিধিদের টিকা পুশ করার অনুমতি নেই। কাউন্সিলর জানিয়েছেন জনস্বার্থ বিবেচনায় পূর্ব অভিজ্ঞতা থেকে কাজটি করে ছিলাম।

স্থানীয় সূত্র মতে, গত শনিবার সারাদেশে ন্যায় কুমিল্লা নগরীতে টিকা কার্যক্রম চালু হয়। ১৮শ টিকার মধ্যে ১৭শ টিকা দেওয়ার পর বিশৃঙ্খলার হয়। পরে টিকা কেন্দ্রটি বন্ধ করে দেয় প্রশাসন।

কুসিক ৬নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর মো. মোশারফ হোসেন বলেন, গণটিকার শেষ দিনে হারুন স্কুল কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হলে প্রশাসন ১২টার পর কার্যক্রম বন্ধ করে দেয়। টিকা কিভাবে মহিলা কাউন্সিলরের কার্যালয়ে গেল আমার জানা নেই।

শুভপুরের বাসিন্দা নাজনিন মাহমুদ জানান, কাউন্সিলর নাদিয়া আপা আমাকে টিকা দিয়েছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয়। আমার প্রতিবেশীসহ অনেকে টিকা দিয়েছে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।
কাউন্সিলর হওয়ার আগে তিনি স্বাস্থ্যককর্মী হিসাবে আমাদের সাথে পরিচিত ছিলেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী হাসান ইমাম সাগর জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য বিনামূল্যে টিকা উপহার দিয়েছেন। তাদের বিশৃঙ্খলার কারণে টিকা ফেরত যাবে আমাদের ওয়ার্ড থেকে এ জন্য সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছে মহিলা কাউন্সিলর অফিস থেকে টিকা বিতরণ হবে। আমরা এখানে ছিলাম, মহিলারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে টিকা না ফেলে তো দলের বদনাম হবে। তাই নারীদের টিকা নিশ্চিত করা হয়েছে।

কুসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিয়া নাসরিন বলেন, নগরীর হারুন স্কুল টিকা কেন্দ্রে দু’টি গ্রুপের মধ্যে বিরোধ হয়। টিকা যখন শেষ পর্যায়ে তখন বিশৃঙ্খলার কারণে পুলিশ এসে কার্যক্রম বন্ধ ঘোষণা করে। উপস্থিত সবার সম্মতিতে বাকী একশ’ টিকা আমার কার্যালয়ে নিয়ে আসি। এলাকাবাসীর অনুরোধে আমি নিজে টিকা পুশ করি। সরকারি নিয়মে সবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিস্তারিত তালিকা সংরক্ষণ করেছি। আমি শতাধিক মানুষকে টিকা পুশ করেছি, আল্লাহর রহমতে তাদের কারও কোন সমস্যা এখন পর্যন্ত হয়নি। কারণ আমার ১৩ বছর স্বাস্থ্য কর্মী পদে কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি ২০০৩ সালে সরকারি ভাবে ৬ মাসের স্থানীয় চিকিৎসা সহকারী ও পরিবার কল্যাণ (এল.এম.এ.এফ.) কোর্স করেছি। জালালাবাদ ক্লিনিকে এক বছর ইণ্টার্ণ কোর্স করেছি। এরপর পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ (এফ.পি.এ.বি) তে আর.এইস.পি পদে ১৩ বছর চাকরি করেছি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন গণমাধ্যমেকে জানান, গণটিকা কেন্দ্রের বাইরে টিকাদানের কোনো সুযোগ নেই। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম