1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করা সে চাঁদাবাজ অস্ত্রসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করা সে চাঁদাবাজ অস্ত্রসহ গ্রেফতার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

কুমিল্লার তিতাসে চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করা সে চাঁদাবাজ সাগরকে (৩৫) তার ব্যবহৃত অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে চাঁদাবাজির সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আইনশৃঙ্খলার বাহিনীর দৃষ্টিতে গোচর হয় এবং ঐ রাতেই অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে কুমিল্লা ডিবি ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চাঁদাবাজ সাগরকে ঢাকা ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকার একটি বাসার ওয়ারড্রবে লুকিয়ে থাকা অস্থায় তাকে গ্রেফতার করা হয়। অস্ত্রধারী সাগর উপজেলার শাহপুর গ্রামের হাবুল বেপারীর ছেলে।

জানা যায়, সাগর রোববার বিকালে উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে পল্লী চিকিৎসক সামসুল হুদার শান্তির বাজারস্থ চেম্বারে ডুকে চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে নগদ উনচল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় এবং আরো দুই লাখ টাকা দিতে হবে বলে পল্লী চিকিৎসক সামছুল হুদাকে হুমকি দিয়ে যায়। এই ঘটনার একটি সিসিটিভির ফুটেজ ভুক্তভোগী পল্লী চিকিৎসক সামসুল হুদার ফেইসবুক আইডি থেকে ভাইরাল করা হলে এবং ভুক্তভোগী লাইভে এসে তাকেসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকাবাসীর দৃষ্টি গোচর হলে নিন্দার ঝর উঠে এবং অবিলম্বে এই অস্ত্রধারী সাগরকে গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী, রাজনীতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ ।

ভুক্তভোগী পল্লী চিকিৎসক সামছুল হুদা বলেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাগর গ্রুপের হাত থেকে আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি। তাদের ভয়ে আমি এখনো আত্মগোপনে আছি।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর (সার্কেল) মীর আবিদুর রহমান রহমান বলেন, আমরা ঘটনাটি ফেসবুকে দেখার পর পরই তথ্য প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে সাগরের অবস্থান নিশ্চিত হয়ে রাতেই কুমিল্লার ডিবির টিমসহ তিতাস থানা পুিলশ নিয়ে অভিযানে যাই এবং আজ সোমবার ভোর ৬ টায় সাগরকে ঢাকা ডেমড়া থানাধীন মাতুয়াইল এলাকার একটি বাসার ওয়ারড্রবে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তিতাস থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকার উক্তি মোতাবেক তার নিজ বসত ঘরের খাটের বিছানায় নিচ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি দেশীয় পিস্তল ও কিছু মাদক উদ্ধার করি। এছাড়াও তিনি আরো বলেন, সাগরের নামে অস্ত্র, মাদক ও অন্যান্য ৮টি মামলা রয়েছে।

ছবির ক্যাপশনঃ তিতাসে অস্ত্রধারী চাঁদাবাজ সাগরকে দুই রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net