1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পনেরো আগস্ট আর একুশে আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা' -এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুয়েট শিক্ষার্থীদের দাবী-দাওয়া মেনে নেওয়া প্রতিশ্রুতির সাপেক্ষে  শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফেরার প্রতিশ্রুতি চট্টগ্রামের রাউজানে আমের বাম্পার ফলন  ব্যতিক্রর্মী আয়োজনে পালিত হল তিতাস তাকওয়া ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার ! মহান মে দিবস উপলক্ষে জামায়াতের শ্রমিক র‌্যালি ও সমাবেশ রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা আমরা রিকশা চালাই, আমাদেরও আত্মসম্মানবোধ আছে: বাঁশখালীতে শ্রমিক দিবসে বক্তারা সাতকানিয়ায় এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বিভিন্ন আয়োজনে বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে

পনেরো আগস্ট আর একুশে আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা’ -এম এ সালাম

কে এম ইউসুফ, চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১২৩ বার

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন- ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা, ১৫ আগস্ট হত্যাকান্ডের নেপথ্য নায়ক জেনারেল জিয়া আর ২১ আগস্ট হত্যাকান্ডের মূল হোতা তারেক জিয়া।

তিনি বলেন- এখন সময় এসেছে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে বর্তমানেও চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে, এসব ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করতে হয়।

এম এ সালাম বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, তা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকতে হবে।

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন- একাত্তরের পরাজিত অপশক্তি এবং ৭৫ এর খুনীচক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে রাজপথেই মোকাবিলা করা হবে।’

যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ সভাপতি মো জসিম উদ্দিন, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনিবাহী সদস্য ইফতেখার হোসেন বাবুল, সরোয়ার হাসান জামিল, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো শওকত আলম, মো সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, আকতার হোসেন খান, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ।

আরো ছিলেন- উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, সহ সভানেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু, উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি নুরুল মোস্তফা মানিক, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, তাঁতী লীগের রুপক দেব অপু, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম