1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-পোকখালীতে ছেলের অত্যাচারে অতিষ্ঠ পিতা-মাতা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ  ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব

ঈদগাঁও-পোকখালীতে ছেলের অত্যাচারে অতিষ্ঠ পিতা-মাতা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আজিজুল হক রুবেল নামের এক সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর ছাড়ার উপক্রম হয়েছে স্বয়ং জন্মদাতা পিতা- মাতা।

অব্যাহত নির্যাতনের পাশাপাশি ছোট ভাইকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ পরিবার

প্রশাসনের দ্বারস্থ হলে নির্যাতন -নিপিড়নের মাত্রা আরো বাড়িয়ে দেয় রুবেল।

ঘটনাটি ঘটেছে গত ৫/৯ সেপ্টেম্বর পৃথক সময়ে ইউনিয়নের পূর্ব পোকখালী দক্ষিণ পাড়া এলাকার নুরুল ইসলামের বসত ঘরে।

এ ঘটনায় মা নুর আয়েশা বাদী হয়ে ছেলে আজিজুল হক রুবেল,ভাশুর সুজা আলমের ছেলে ইসমাইল এবং তার স্ত্রী তসলিমা আক্তারের বিরুদ্ধে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র গালিগালাজ, উস্কানিমূলক কথা বলে হামলা করতে এগিয়ে আসে।

একাধিকবার তাদের হামলায় আহত হয়েছে মা বাবা ভাই বোন। আইনের আশ্রয় নিতে চাইলে ছোট ভাই আরমানকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয় রুবেল।

মা নুর আয়েশা জানায়, গত ৫ সেপ্টেম্বর তাদের বসতভিটার গাছ থেকে নারকেল নামাতে চাইলে অভিযুক্তরা বাঁধা সৃষ্টি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এরপর দিন তাদের চলাচলের রাস্তায় গর্ত খুঁড়ে দেয় এবং পুকুরে ইট, বোতল ভাঙা, ময়লা আবর্জনা নিক্ষেপ করে ব্যবহার অনুপযোগী ও মাছ মেরে ফেলে ২শতাধিক রোপণকৃত চারা কেটে দেয়।

খবর পেয়ে এগিয়ে এসে বাঁধা প্রদান করলে তাদের উপর হামলা করতে মরিয়া হয়ে উঠলে শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের রক্ষা করে।

এ ঘটনায় স্থানীয় ভাবে একাধিকবার শালিসি বৈঠকের আয়োজন করলেও অভিযুক্তরা উপস্থিত হয় না। স্থানীয় ভাবে সমাজপতিদের কাছে নালিশ করলে ক্ষুব্ধ হয়ে পূনরায় ৯ সেপ্টেম্বর সকালে নুর আয়েশার ছোট ছেলে আরমানকে ধরে উপর্যপুরী মারধর করে রুবেল, ইসমাইল।

জানের ভয়ে আরমান হামলা থেকে বাঁচতে দ্রুত বাসায় ঢুকে গেলে হামলাকারীরা বাসায় গিয়ে আরেক দফা হামলা করার চেষ্টা চালায়। এদিন আরমানকে ফের হামলা করতে না পেরে বাড়ির বেড়া ও নলকূপের লাইন কেটে দেয়। নিজ ছেলে এবং ভাসুরের ছেলে, পুত্রবধূর ননস্টপ অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মা নুর আয়েশা।

অভিযোগ পেয়ে ঈদগাঁও থানার এস,আই শামিম আল মামুন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ঘটনাটি জমিজমা সংক্রান্ত বিরোধ বিধায় বিজ্ঞ আদালতে যেতে বলা হয়েছিল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানবিক বিবেচনায় পুলিশ
উভয় পক্ষের সাথে ১৫ বারের মতো কথা বলেছে , কোনো পক্ষই আইন মানে না। এর আগেরকার পুলিশও তাদের ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করেছিল কিন্তু কোন পক্ষ রায় মানতে চায় না।

তবে নুর আয়েশার পরিবারকে ঘরে আটকে রেখেছে মর্মে জাতীয় জরুরি সেবার নম্বরে কল করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অভিযুক্ত আজিজুল হক রুবেল পরিষদে ভ্যাকসিন নিতে গেছে। তবে নলকূপের লাইন কেটে দেওয়ার বিষয়টি সত্য বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে অভিযুক্ত আজিজুল হক রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় দাবী করে বলেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। পিতা মাতাকে ব্যবহার করে এলাকার কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। জেঠাত ভাই ইসমাঈলের জমি জমা নিয়ে ঝামেলা, সেখানে আমি কেনো হস্তক্ষেপ করবো?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net