1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে স্বামী-সন্তান ফেলে পরকিয়া প্রেমিকের সাথে স্ত্রী উধাও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
Blizzard Son Kullanici Lisans Sozlesmesi Legal কুবিতে দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল নবীগঞ্জ আইন শৃংখলা কমিটির সভায় কিশোর গ্যাং বিষয়ে সর্থক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে —–এমপি কেয়া চৌধুরীর নির্দেশ সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ পূর্বাঞ্চলে রেলের প্রায় কোটি টাকা আত্মসাতের ঘটনায় এক মাসেও হয়নি কোনো মামলা বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং ! প্রাথমিক বিদ্যালয়ে দিনরাত জ্বলছে বৈদ্যুতিক বাতি, কর্তৃপক্ষ নির্বিকার বঙ্গবন্ধু লেখক জোটের কমিটিতে তামিজী প্রেসিডেন্ট, শিহাব সেক্রেটারি জেনারেল

খুটাখালীতে স্বামী-সন্তান ফেলে পরকিয়া প্রেমিকের সাথে স্ত্রী উধাও

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার

সবার জীবনে প্রেম আসে। কারও আগে আর কারও পরে। প্রেমে পড়লেই বাবা, মা, স্বামী, সন্তান, পরিবার কাউকেই আর মনে থাকে না। শুধু মনে হয় সেই প্রিয় মানুষটি। আর এই প্রিয় মানুষটিকে কাছে পেতেই সবকিছু ফেলে পাড়ি জমাতে ইচ্ছে হয় দূর অজানায়।

এমনতর ঘটনা ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রাম এলাকায়।

পরকিয়া প্রেমের টানে স্বামী-সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে চলে গেছেন ২৮ বছর বয়সী ২ সন্তানের জননী উম্মে হাবিবা।
শুধু তাই নয়, যাওয়ার সময় স্বামীর ঘরে রক্ষিত নগদ টাকা,কাপড়চোপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও স্বর্ণালংকার নিয়ে যায় ওই গৃহবধূ। স্ত্রী উম্মে হাবিবার খোঁজ না পেয়ে চকরিয়া থানায় সাধারন ডায়রী (জিডি) প্রক্রিয়াধিন বলে জানিয়েছেন স্বামী।

খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, বিগত ২০১৩ সালের ২০ জানুয়ারী নোটারী পাবলিকের কার্যালয় কক্সবাজারে এফিডেভিট মুলে (যার নং-৬৪ (০১) ২০১৩)
মেপাই হ্লাসিনু ইসলাম ধর্ম গ্রহন করে উম্মে হাবিবা নামধারন করেন।

সে বান্দরবান জেলার লামা উপজেলার লামারমুখ ৬ নং ওয়ার্ডের চথই ও সেপ্রুর কন্যা।

পরবর্তীতে একই বছর ২৫ জানুয়ারী উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রাম ৮ নং ওয়ার্ড এলাকার হাজী নুরুল হকের পুত্র মোহাম্মদ হেলাল উদ্দীন প্রকাশ শাহজান (৩১) ইসলামী শরিয়ত মতে বিয়ে করেন। তিনি কোরআনে হাফেজ ও পেশায় শিক্ষক।

বর্তমানে তাদের ঘরে উম্মে আইমন হালিমা (৮) ও এনামুল হক (৪) নামের দুইটি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে সুন্দরভাবে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হলেও এরমধ্যে মোবাইল ফোনে পরকিয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী উম্মে হাবিবা।
স্বামী বারবার নিষেধ করা সত্বেও হাবিবা মোবাইল ফোনে পরিকায়া প্রেমিকের সাথে রাত দিন কথা বলতে থাকেন।
এমনকি স্বামীর অজান্তে বেশ কয়েকবার বাড়ী থেকে বের হয়ে যায়। প্রথমবার চট্টগ্রামের বন্দরটিলা, পরে বান্দরবান বাজার পাড়া,মালুমঘাট বোনের বাসা থেকে এবং সর্বশেষ গত ৩১ আগষ্ট বরিশাল তালতলি থেকে হাবিবাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন হেলাল উদ্দীন।

উম্মে হাবিবা গত ২১ আগষ্ট পরিবারের লোকজনের অজান্তে বাড়ী থেকে বের হন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বরিশাল তালতলি এলাকার জনৈক যুবরাজের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।

বাড়ীতে নিয়ে এসে স্বামী হেলাল উদ্দীন অনেক কাকুতি-মিনতি করে সন্তানদের দোহাই দেন।
তবে বরিশাল থেকে বাড়ীতে নিয়ে আসার মাত্র ৫ দিনের মধ্যে পুনরায় গত ৪ সেপ্টেম্বর টাকা পয়সা,স্বর্নালংকার,কাপড়-চোপড় ও মুল্যবান কাগজপত্র নিয়ে উধাও হয়ে যায়।
চলে যাওয়ার দিন স্বামীর মোবাইলে একটি এসএমএস করেন। তাতে লিখেন” ঘরে থাকলে পাগলের মতো লাগে নিজেকে। আমার ঐ ঘরে তোমরা থাক,আমার আশা ছেড়ে দাও,ঐ ঘরে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাবো”
এ কথার জানানোর পর থেকে তার মোবাইল বন্ধ রাখা হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, উম্মে হাবিবা আমার স্ত্রী, নগদ টাকা, স্বর্ণালংকার ও মুল্যবান কাগজপত্র নিয়ে পালিয়েছে। এখন আমার ২টি সন্তান তাদের মায়ের পথ চেয়ে অঝোরে চোখের পানি ফেলছে।
স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত উম্মে হাবিবার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম