ফ্রান্সের প্যারিসে মানবাধিকার সংগঠন FDHRএর মুক্ত আলোচনা অনুষ্ঠিত
 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসি হিউম্যান রাইটস ফ্রান্স আয়োজিত এক মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে বিচারপতিদের অপসারন সংক্রান্ত তথাকথিত বিতর্কিত বিলের কঠোর সমালোচনা করেন এবং এই বিল অবিলম্বে বাতিলের আহ্বান জানান। তারা আরও বলেন এই বিল পাসের মধ্য দিয়ে শেখ হাসিনার আওয়ামী সরকার বাংলাদেশের সংবিধানকে আবারো কলংকিত করলো। বাংলাদেশে মানবাতাবিরোধী অপরাধের কয়েকটি বিতর্কিত রায়ের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতকেও বিতর্কিত করেছে এবং একদলীয় শাসন কায়েমের জন্য বিরোধী মতকে ধ্বংস করার সকল আয়োজন করতে যাচ্ছে এই অবৈধ সরকার।
গতকাল ১৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ৩টায় ফ্রান্সের গার্দ লিস্টে একটি রেস্টুরেন্টে আয়োজিত মুক্ত আলোচনায় সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম-এর পরিচালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মানবাধিকার কর্মী সাংবাদিক মাহবুব হোসাইন, সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, এম কামাল উদ্দিন, ট্রেজারার তাজুল ইসলাম, সদস্য মুহাম্মদ সাইফুল আলম, আরিফুজ্জামান ঈমনসহ বিভিন্ন মানবাধিকার কর্মীবৃন্দ।
এ ছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রাজু আহম্মেদ, সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে গঠিত তথাকথিত ট্রাইব্যুনাল বাতিল করে আর এ কারনে আটককৃত রাজবন্দীদের মুক্তি দেয়ারও আহ্বান জানান।
বক্তরা আরও বলেন সংবাদপত্র ও মিডিয়া নিয়ন্ত্রনে বিতর্কিত নীতিমালা সংবাদপত্রের কণ্ঠরোধের শামিল মনে করা হয়। সাংবাদিক নির্যাতন ও সংবাদপত্র দমনের নিন্দা জ্ঞাপন করা হয়। বিশেষ করে আমার দেশের  সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে দীর্ঘদীন ধরে নির্যাতন ও কারা বন্দীর তীব্র নিন্দা করা হয়। তাকে অলিম্বে মুক্তিদানের আহ্বান জানানো হয়। সভায় দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ানসহ বন্ধকৃত সকল মিডিয়া খুলে দেয়ার আহ্বান জনানো হয়।