1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাপলাধ্যানের ধান্যপাত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার মেহেদী শামীম সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান

শাপলাধ্যানের ধান্যপাত

🌾 আবদুল হাই শিকদার
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বার

গাঙ্গেয় বদ্বীপের দীর্ঘ তটরেখার সর্বশেষ তমাল তরুটি
এখন শুকিয়ে যাওয়া পদ্মার অন্তিম লালন,
-শুয়ে আছে সঙ্গীহীন ভষ্ম শয্যায়।

আমি নেমে গেলাম এথেন্সের পথে।
ইলিসাস নদীর কিনার ধরে হাঁটছি পশ্চিমে,
ডেলফির ওরাকল ঘুরে ঘুরে বাজছে অন্তরে —-
কেমন দেখতে হবেন সক্রেটিস ?
জানথিপির ভাদর কেন সেই সান্দ্রকূলে
মৃত্যুকে আরোগ্য ভেবে মুক্তি আখ্যা দেয়।

চোখের দৃষ্টিকে ভালো করে মেলে ধরার আগেই
মরু সাইমুমের ধুলির ঝাপটা
মনকে অস্থির অগ্নিতে নিক্ষেপ করে।
দামেশকের পাপ ধুয়ে মুছে গেলেও
দজলা আমার দাহ দমনে দেখালো নিদারুণ উদাসীনতা।

আত্মার কাৎরানী শুনি দেহের ওপর কান পেতে।
আর নিজেকে আবিষ্কার করি বাগদাদের জিন্দানখানায়,
পড়ে আছি শৃংখলিত আবু হানিফার পায়ের কাছে।
আমি চিৎকার করে সেই পা জড়িয়ে ধরার আগেই
তার রক্তাক্ত অবয়ব থেকে ভেসে আসে কাসিদা,
তোমাকে প্রতিধ্বনি করে এমন কাউকে এখানে পাবে না;
বরং চিত্তকে একাগ্র করে ঢেলে দাও উৎসের পেয়ালায়।

কিসের উৎস কেমন উৎস কোথাকার উৎস?
ঠিকানা হাতড়েপাতড়ে পাই কিছু আওয়াজের আঁকিবুকি।
তবুও ফিরতে হবে বাড়িতে।
কিভাবে কোথায় কোন পথে সেই কদমের কর্দম ?
সন্ত্রস্ত ধুকপুকের আওয়াজকে অগ্রাহ্য করার জন্যই
আমি এক হাতে তুলে নেই ইলিসাসের গতি।
অন্য হাতে অঙ্গে জড়াই শাতিল আরবের ঘূর্ণায়মান জলরাশি।
মস্তক পূর্ণ হতে থাকে শ্রীজ্ঞান দীপঙ্করের তিব্বত নির্বাণে।
আবার অববাহিকার ভুবনে গগণে আবু তাওয়ামাকে দেখি,
সোনারগাঁয়ের ব্যালকনি থেকে-
জনপদের ওপর ছড়িয়ে যাচ্ছেন ব্যাকুল আতর!

এথেন্সের হেমলক চলে আসে গাঙ্গেয় বদ্বীপে।
বাগদাদ থেকে জহর চলে আসে মেঘনার কলরবে।
— লালনের পিপাসার সমাধান দেয় না কোন নদী।

আর এবনে সামাদ শরীরে জড়িয়ে নেন গিফারির আলখেল্লা,
ছেড়ে যেতে হবে মদিনার চিত্তাভিরাম প্রেমের পদাবলি।
রবজার তপ্ত বালু অশ্রুকে ধারণ করবার জন্য
অপেক্ষা করে পদ্মার মর্সিয়ার আকাশ হাতে।

সেখানে তো অশ্রু নেই, আছে অকম্পিত স্ফিংস।
ধূলিমলিন দাড়ি ও চুলের কাশবনে
চিরুনি হাতে এগিয়ে আসা বাতাস ফুঁপিয়ে ওঠে,
চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করে, জনাব, আপনার শিরোনাম কি হবে?
— আমাদের সাধ্য কি এই ছবির ক্যাপশন লিখি !

আমি তার শয্যার পাশে
কাটা মুরগির অসহ্য ছটফটানী উপভোগ করতে চেয়েছিলাম।
স্বরূপান্বেষণের এটাও একটা প্রক্রিয়া হতে পারতো।
কিন্তু ত্যাক্ত-বিরক্ত অববাহিকার সূর্য-
আমাকে টেনে নিয়ে গেল অস্তরেখার কাছাকাছি,
-পৃথিবীর শেষ মানুষটি এখানে এই শয্যায়।

সব রকম বকবাজি পরিহার করে
শাপলার ফেলে যাওয়া ধ্যানকে ধারণ করো আঙিনায়।
বসে থাক এই শতাব্দীর শেষ সূর্যাস্তের পাশে।
না , এ কোনো লাভা উদগীরণকারী পর্বত নয়, নয় কোনো কোমল পানীয়,
তোমার ফড়িঙবিদ্যায় খানিকটা রঙের ছিটা
লাগলেও লাগতে পারে ———-

🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷
যাদের কাছে এই কাব্যকর্ম ঋণী হয়ে থাকলো :
সাংবাদিক রেজাউল করিম রাজু ,
প্রফেসর ড . ইফতিখারুল আলম মাসুদ , প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ , সরদার আবদুর রহমান , ড . ফজলুল হক তুহিন , মঈন শেখ , রৌদ্রলিপি মনির বেলাল , শাহাদাত সরকার , লাকি রহমান , আতিকুর রহমান এবং নগর রাজশাহী ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net