1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেড় বছর পর স্কুলে শিক্ষার্থীরা, উৎসব মুখর পরিবেশে শ্রেণীকক্ষে প্রবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ভয়াল ২৯ এপ্রিল! ৩৩ কিলোমিটার বেড়ীবাঁধে ২৬ স্থানে ফাটল, দূর্যোগ আতংকে বাঁশখালী উপকূলবাসী ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত । আওয়ামীলীগ ১৭ – ১৮ বছরে বাংলাদেশকে একটি  গ্যাস চেম্বারে পরিণত করেছে রাউজানে আইনগত সহায়তা দিবস পালিত কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির

দেড় বছর পর স্কুলে শিক্ষার্থীরা, উৎসব মুখর পরিবেশে শ্রেণীকক্ষে প্রবেশ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার

প্রায় দেড় বছর পর মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় আজ রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সারা দেশের মতো কুমিল্লার তিতাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রবিবার সকলে উপজেলা মাছিমপুর আর আর ইনস্টিটিউটশনে গিয়ে দেখা যায়, উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে। এ সময় তাদেরকে শিক্ষকরা ফুল দিয়ে বরণ করে নেয়। তার আগে স্কুল প্রবেশ পথ গেইটে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয় এবং স্থাস্থবিধি সর্ম্পকে বিদ্যালয়ে ফেষ্টুন ও প্লাকার্ড দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে শিক্ষার্থীরা। তাদের পরনে সেই চিরচেনা স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ।

তবে সহপাঠীদের সঙ্গে আগের মতো হইহুল্লোড় দেখা না গেলেও কিছুটা লক্ষ করা গেছে। শিক্ষকদের নির্দশনা মোতাবেক প্রতি ক্লাস রুমে ৩ ফুট দূরত্বে ক্লাসে বেঞ্চে শিক্ষার্থীরা বসে। এবং যাথাসময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। এতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে স্বস্তি নেমে আসে।

দশম শ্রেণির ছাত্রী আখিনুর আক্তার বলেন, অনেকদিন পর স্কুলে আসায় বেশ আনন্দ হচ্ছে। স্কুলে প্রথম আসার মতো আনন্দ পাচ্ছি। দীর্ঘদিন বাসায় থেকে বিরক্ত হয়ে গিয়েছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধির বিষয়ে শিক্ষার্থীদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের আজকে তারা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসেছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মানেন, তা নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি। সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মনে যেন করোনার ভয় না থাকে, সেজন্যে শিক্ষকরা আজকে অনুপ্রেরণামূলক ক্লাস নেবেন।’

উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ বলেন, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা মাধ্যমিক ও পরিদর্শন করেছি এবং প্রতিটি প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার নির্দেশনা দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম