1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ডাঙ্গারপাড় সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ- ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন(৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া(৩২)। পুলিশ ও সীমান্তবাসী জানান, গত ২ মাস পুর্বে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার ২ অক্টোবর দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটককৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃত ২ জন কে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net