বায়েজিদে ট্রাকভর্তি চোরাই সেগুন গাছসহ ২ জন গ্রেপ্তার
নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকা থেকে ট্রাকভর্তি চোরাই সেগুন গাছসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মজ্ঞলবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটার চোরাই মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলো— মো. হেলাল উদ্দিন (৩১) ও টুকু বড়ুয়া (৪২)। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সেগুন গাছ কেটে পাচার করছিলো তারা। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।