1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপিতে কে হচ্ছেন নৌকার মাঝি? - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে কুবিয়ানদের ইফতার অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউপিতে মনোনয়ন জমা দিয়েছেন ৩৮৪ জন প্রার্থী চৌদ্দগ্রামে সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপির প্রাথমিক সদস্য পদ পেলেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস এম.এ মতিন খান ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাদলা ভাইরাস রোগে মরছে গরু, দুশ্চিন্তায় গ্রামের মানুষ । অবৈধ ভাবে দখলে চট্টগ্রাম বাংলা বাজার এপিসি রেলীঘাট-রাজস্ব হারাছে সরকার ঐতিহাসিক বদর দিবসে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল ভোলায় মহানবী (সা.) কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান মাগুরায় বজ্রপাতে ১ কুরআনে হাফেজসহ নিহত-২ কুবি প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারীতা অভিযোগ এনে ক্রীড়া কমিটির আহবায়কের পদত্যাগ

লাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপিতে কে হচ্ছেন নৌকার মাঝি?

খন্দকার আলমগীর হোসাইন |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ বার

আসন্ন লাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী এখন পর্যন্ত ৪ জন। তফসিল না হলেও আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি মাজহারুল ইসলাম মহসীন, সাবেক চেয়ারম্যান মো: ইয়াকুব আলী মজুমদার, বিএনপি থেকে আগত বর্তমান চেয়ারম্যান শাহজাহান মজুমদার। তারা সবাই নৌকার মাঝি হতে চান।

নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম দৈনিক
শ্যামল বাংলার সাথে আলাপকালে বলেন, ‘বিএনপির সময় দুর্সময়ে আমি অনেক মামলা হামলার স্বীকার হয়েছি, তারপরও নেতাকর্মীদের আগলিয়ে রেখেছি, রাজপথ ছাড়িনি। ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সবাই আমার সাথে রয়েছে। ‘
সাহসী ও লড়াকু এই যুব নেতা আরও বলেন, ‘আমি শৈশব থেকে ছাত্র রাজনীতি করতে করতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন তৃণমূলে গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিবেন, সেই কারণে আমি শতভাগ আশাবাদী, কারণ তৃণমূলের শতভাগ নেতাকর্মী আমার সাথে রয়েছেন।
দল আজ দীর্ঘদিন ক্ষমতায় কিন্তু ঠিকাদারিসহ সরকারি কোনো সুযোগসুবিধা আমি গ্রহণ করিনি।’

তিনি আরও বলেন, ‘সেই সাথে গতবারও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সেই সময় আমাদের আসনের এমপি অর্থমন্ত্রী লোটাস কামাল উনার বাড়িতে চার-পাঁচ হাজার নেতাকর্মীর সামনে বলেছেন এবার আমাকে মনোনয়ন দিবেন।
কিছুদিন আগেও বাঙ্গড্ডায় শত শত নেতাকর্মীর সামনে অর্থমন্ত্রী লোটাস কামাল বলেছেন আমাকে মনোনয়ন দিবেন।
আমি ছাড়া আরও যে দুজন আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন, একজন শাহজাহান মজুমদার তিনি বিএনপি থেকে এসেছেন, বর্তমান বিএনপির কমিটিতেও তিনি রয়েছেন। অপরজন ইয়াকুব মজুমদার গত বিএনপি আমলে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।’

সাবেক চেয়ারম্যান মো: ইয়াকুব আলী মজুমদার দৈনিক শ্যামল বাংলার সাথে আলাপকালে বলেন, ‘আমি দীর্ঘ ১৯ বছর আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ছিলাম, ৫ বছর সফলতার সাথে কোনো রকম দুর্নাম ছাড়া চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছি, নতুন ইউনিয়ন পরিষদের জন্য জমি দান করেছি, এসব কারণে মাননীয় অর্থমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আশাবাদী।’

উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি, নাঙ্গলজোট পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি মাজহারুল ইসলাম মহসীনও দীর্ঘদিন ধরে ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত।
তিনি বলেন, ‘আমরা দাদা ও আমার পিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমিও দীর্ঘদিন ধরে সেই ছাত্রলীগ থেকে শুরু করে বাঙ্গড্ডা ইউনিয়নের আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সেই কারণে মাননীয় অর্থমন্ত্রী আমাকে বিবেচনা করবেন বলে আশাবাদী।’

বিএনপি থেকে আগত বর্তমান চেয়ারম্যান শাহজাহান মজুমদারও সুযোগে আছেন দীর্ঘ চেয়ারম্যানের দ্বায়িত্ব পালনের অভিজ্ঞতাকে পুঁজি করে। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন চেয়ারম্যান মনোনয়ন দেয়ার অর্থমন্ত্রীর ওয়াদার ভিত্তিতে, মন্ত্রী সেই ওয়াদা রক্ষাও করেন গতবার মনোনয়ন দিয়ে।
তিন প্রার্থীর ভীড়ে অত্যন্ত কৌশলী শাহজাহান মজুমদার ফাঁক খোঁজার চেষ্টা করছেন আওয়ামী লীগের মনোনয়নের জন্য। যদিও এবার উনার দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুব কম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম