1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ নং চকবাজার ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীদের শেষ প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

১৬ নং চকবাজার ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীদের শেষ প্রস্তুতি

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনকে ঘিরে প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের বিভিন্ন আঙ্গিকের জমজমাট প্রচারণায় ভোটের হালে লেগেছে নতুন ছোঁয়া। এর সঙ্গে ভোটারদের মন জয়ে নানা ধরনের প্রতিশ্রতি দিচ্ছেন প্রার্থীরা। তবে প্রতিশ্রুতির পরেও সংশয় রয়ে যাচ্ছে ভোটারদের মনে।সড়কের দু’পাশে ঝুলছে ব্যানার আর ফেস্টুন। সড়ক ছাড়িয়ে মহল্লার অলিগলিতে শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি, মার্কা সম্বলিত প্রচারণা সামগ্রী। কিছুক্ষণ পর পর ছন্দে আর গানের তালে চলছে উচ্চ স্বরে মাইকিং। যতটুকু চোখ যায় চারপাশে ব্যানার আর ফেস্টুনে মোড়ানো।নির্বাচনী ব্যানার-পোস্টার-ফেস্টুন ছেয়ে গেছে চকবাজার। নির্বাচনের দিন ঘনিয়ে আসাতে অলিগলিতে প্রার্থীদের পোস্টার, ব্যানার টাঙাতে ব্যস্ত সময় পার করছেন কর্মী-সমর্থকরা। আজ দুপুর দুইটায় চকবাজার এলাকা থেকে তোলা।সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুর পর এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নাগরিকদের ভোটে সাতবার নির্বাচিত এই কাউন্সিলরের আসনটি দখলে নিতে প্রার্থী ও সমর্থকদের পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়।ভোটারদের মুখে ছিল নাগরিক দুর্ভোগ ও ভোগান্তির কথা। ভৌগলিক অবস্থানের কারণে পাহাড়ি ঢালু ভূমি হওয়ায় কয়েক মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হতে হয় নাগরিকদের। পাঁচ মিনিটে ডুবে যায় চকবাজার কাপসগোলা এলাকাসহ বিভিন্ন এলাকা।পাঁচ মিনিট বৃষ্টি হলেই নালা আর রাস্তা একাকার হয়ে যায়। দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যায়। নিয়মিত নালা পরিষ্কার ও খনন না করায় মশার উপদ্রব রয়েছে। উঠতি বয়সী তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে।তবে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহারে চমকের কথা বলছেন অনেক প্রার্থী। প্রার্থীরা আবার নির্বাচনী কৌশল হিসেবে বিরত থাকছেন ইশেতেহার প্রকাশেও।চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চকবাজার ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর।চকবাজার ওয়ার্ড এলাকার বিভিন্ন ভোটারদের অভিযোগের সত্যতা মেলে ঠেলাগাড়ি মার্কায় নির্বাচন করা প্রার্থী হাজী মুহাম্মদ সেলিমের কথায়। তিনি নির্বাচনী প্রচারে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সবাইকে সচেতন হতে হবে এই বিষয় নিয়ে ভবিষ্যতে পাড়া মহল্লায় সচেতনতা তৈরি করা চেষ্টা অব্যাহত থাকবে।মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,কিশোর গ্যাং ও ইভটিজিং দূর করতে সচেতনামূলক কার্যক্রম হাতে নিব।তিনি বলেন, এই ওয়ার্ডে কোনো মাতৃসেবা হাসপাতাল নেই। জয়ী হলে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে একটি মাতৃসেবা চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করব। এ ছাড়া শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে যানজট কমিয়ে আনতে কাজ করব। ইশতেহার বিষয়ে এই প্রার্থী বলেন, ইশতেহার নয় আমি আমার ওয়ার্ড এলাকার বাসিন্দাদের প্রতি ওয়াদা প্রকাশ করার জন্য সংবাদ সম্মেলন করে প্রকাশ করতে চেষ্টা করলাম।স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দিয়ে থাকে। তবে দলটি এবার কোনো একক প্রার্থীকে সমর্থন না দেওয়ায় বিভিন্ন অঙ্গ সংগঠনের ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে হেডফোন মার্কায় লড়ছেন এ. কে. এম. সালাউদ্দীন কাউসার (লাবু)।এছাড়াও আসন্ন চকবাজার ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু,তিনি বর্তমানে কারাগারে রয়েছেন যদিও শেষ পর্যন্ত টিনু একটি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বলে জনমত পাওয়া যায়। সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুর পর এই আসনে স্বামীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান মেহেরুন্নিছা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে একমাত্র মহিলা প্রার্থী হিসেবে মাঠে আছেন মেহেরুন্নিছা খানম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম