1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের দমদমিয়া যুব কল্যাণ সমিতির নব-নির্মিত অফিস ঘর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন মু. দেলোয়ার হোসেন পলাশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই গাছ কেটে সাবাড় করছে বন বিভাগ রাউজানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ- পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাউজানে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায় রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ও বাবা-ছেলে লড়াই ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি ! মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফের দমদমিয়া যুব কল্যাণ সমিতির নব-নির্মিত অফিস ঘর উদ্বোধন

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার

টেকনাফের হ্নীলার ৯নং ওয়ার্ডে ‘দমদমিয়া যুব কল্যাণ সমিতি’ এর নব-নির্মিত অফিস ঘর উদ্বোধন করা হয়েছে।

২৭ অক্টোবর (বুধবার) বিকাল তিনটায় ইউএনএইচসিআর এর লাইভলীহুড অফিসার সুব্রত চক্রবর্তী এ অফিসটি উদ্বোধন করেন।
এর পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি মোহাম্মাদ জুবাইরের সভাপতিত্বে ও সদস্য রাশেদ আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দমদমিয়া যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আমান উল্লাহ কবির, সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সদস্য নুর কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনএইচসিআর এর লাইভলীহুডের সহকারি অফিসার আবদুল্লাহ আল নাহিদ রাজু, স্থানীয় মেম্বার মোহাম্মাদ আলী, কোস্ট ট্রাস্টের ইমপ্রুভিং সোশ্যাল কোহেসন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবুল কালাম, সদস্য আলী জোহার, মোঃ- আয়ুব, ফারুক, ইসমাইল, শহীদ, জাহাঙ্গীর, সৈয়দ নুর, রহিম সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সমিতির সকল সদস্যবৃন্দ,
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনএইচসিআর এর লাইভলীহুড অফিসার সুব্রত চক্রবর্তী বলেন, যুবকরাই হচ্ছে সমাজ ও দেশের শক্তি, তারা সমাজের সবচেয়ে কর্মক্ষম অংশ, পরিবর্তনের জন্য যে শক্তি ও ক্ষমতা প্রয়োজন তা একমাত্র যুবকরাই সরবরাহ করতে পারে,
তিনি বলেন, এক সময় স্বেচ্ছাসেবী সংগঠন চোখে পড়ার মতো ছিল, যুবকরা মিলে স্বেচ্ছায় সেবা দিয়ে যেতো, কালক্রমে তা কমে যাচ্ছে, যুবকরা এখন মোবাইলে দিন কাটায়, খেলাধুলার মাঠ ফাঁকা, মাদকের কবলে যাচ্ছে প্রায় যুবক, এ থেকে উত্তোরণে সংগঠনের বিকল্প নেই, সংগঠনের সবাই চাইলে মাদক সেবন ও পাচার রোধ করতে পারে, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায়ের পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে সুনাম অর্জন করতে পারে,
এছাড়া তিনি যে কোন সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এর আগে দমদমিয়া যুব কল্যাণ সমিতির ০৩ জন সদস্যের মৃত্যুতে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, দমদমিয়া যুব কল্যাণ সমিতি ১৯৯৪ইং সনে প্রতিষ্ঠিত হয়, যার রেজি নং- ৯৫/৯৬ ইউএনএইচসিআর অর্থায়নে এনজিও সংস্থা কোস্ট ট্রাস্টের সহযোগীতায় প্রায় আড়াই লক্ষাধিক টাকা ব্যায়ে অফিস ঘরটি নির্মাণ করা হয়, এছাড়া দুটি লেপটপসহ বিভিন্ন সামগ্রী প্রদান করার কথা রয়েছে আগামীতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম