1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শত শত লিজ গ্রহীতা হয়রানী, কানুনগোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের নাককাটি ঠাকুরের পুকুরে বিয়ের আগে ভিড় বাড়ে মানুষের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ কর্মী থেকে বীমা খাতের অনন্য উচ্চতায় কজিম উদ্দিন

শত শত লিজ গ্রহীতা হয়রানী, কানুনগোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

লালমনিরহাটে রেলওয়ের বানিজ্যিক ও কৃষি জমি লিজ গ্রহীতা ১০ হাজার জনগন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৪৫ বার

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ের বানিজ্যিক ও কৃষি জমি লিজ গ্রহীতার সংখ্যা রেলওয়ের পূর্বের হিসাব মতে, প্রায় ১০ হাজার জনগন এর মধ্যে শত শত লিজ গ্রহীতা হয়রানীর স্বীকার লালমনিরহাট রেলওয়ের কানুনগো আব্দুল কাদের এর বিরুদ্ধে অনিয়ম ও দুনীতির অভিযোগ পাওয়া গেছে। লালমনিরহাট শহরের বিডিআর রোডস্ত বসুন্ধরা আবাসিক এলাকার স্বনামধন্য ব্যবসায়ী নরসিংদী এন্টারপ্রাইজ এর মালিক শরিফ মোঃ আতাউল্লা সরকারের লিখিত অভিযোগে জানা যায়, লালমনিরহাট ষ্টেশন এলাকার খোদ্দসাপটানা মৌজার জেলা নম্বর ১৯, মাষ্টার প্লান প্লট নং-ঘ/৩৯,৪০ এ ২০×১৫=৩০০ বর্গফুট জমি জনৈক আবুল কাশেম এর নামে লাইসেন্স রয়েছে। কিন্তু ঘ ৩৯,৪০ এর পিছনে ঘ/১শরিফ নামে লাইসেন্সকৃত এবং গত ৩০/৬/১৮ইং পযন্ত খাজনা পরিশোধ করা হয়। যার ব্যাংক ড্রাফট রেলওয়ের ওই দপ্তরে জমা প্রদান করা হলেও একই দাগের ৩০০ ফুট জমির স্হলে আবুল কাশেম এর নামে ১৭০০ বর্গফুট লিজ গ্রহীতা দেখিয়ে কানুনগো আব্দুল কাদের ২০০০থেকে ২০১৮ ইং সাল পর্যন্ত হঠাৎ এককালীন (১৮ বছর) এর খাজনা গ্রহন করেন। যাহা বাংলাদেশ রেলওয়ের ভূমি নীতিমালা পরিপন্থী। অপর দিকে ২ বছর পর পর লাইসেন্স ফি পরিশোধ না করলে লাইসেন্স বাতিল বলে গন্য হয়। ওই কানুনগো কিভাবে এমন রহস্যজনক কাজ করলেন সেটাই এখন দেখার বিষয়! এছাড়া ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। যার মামলা নং অন্য ১৬/১৪। আদালত ওই জমির উপর স্হায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। কানুনগো আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অনিয়ম ও দুনীতির আশ্রয় নিয়ে জনৈক আবুল কাশেম এর কাছে মোটা অংকের টাকা উৎকোচ নিয়ে একই জমি পূর্বের লিজ গ্রহীতা শরিফ কে উপেক্ষা করে ২ নামে লাইসেন্স দেয়ার ঘটনায় জনমনে নানা গুনজনের সৃষ্টি হয়েছে। লালমনিরহাট জেলায় প্রায় ১০ হাজার লিজ গ্রহীতা প্রতিবছর সরকার কে লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিলেও কতিপয় দুনীতিবাজ রেলওয়ের কর্মকর্তার কারনে শত শত লিজ গ্রহীতা অহেতুক বিভিন্ন ভাবে হেনস্তা ও হয়রানীর স্বীকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য যে, ভোক্ত ভোগী ব্যবসায়ী শরিফ মোঃ আতাউল্লা সরকার গত ১৪/১০/২০২০ ইং তারিখ কানুনগো আব্দুল কাদের এর বিরুদ্ধে বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বরাবরে, তিনি হয়রানী থেকে মুক্তি পাওয়ার জন্য লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক ভাবে অদ্যবধি কোন প্রতিকার না পাওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে ওই কানুনগো এর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net