1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে নিখোঁজের ২ দিনেও উদ্ধার হয়নি চালকসহ ইজিবাইক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

সাভারে নিখোঁজের ২ দিনেও উদ্ধার হয়নি চালকসহ ইজিবাইক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৪১ বার

ঢাকা জেলার সাভার থেকে মাসুদ শেখ (২৭) নামের এক ইজিবাইক চালক গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।

নিখোঁজ মাসুদ শেখের বাড়ি রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দীর্ঘদিন সাভারের বিনোদবাইদ এলাকায় বাবা মা র সাথে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।

এব্যাপারে মাসুদ শেখের ভাই মজনু শেখ জানান, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করেন। সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে যাওয়ার কথা ছিল মাসুদের। ওই দিন বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে গেলে আজও ফিরে আসেনি সে ।

বাসা থেকে বের হওয়ার দুই ৩ ঘন্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। পরে গতকাল সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন মাসুদ শেখের ভাই মজনু।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন বলেন, গতকাল একটি নিখোঁজের ডায়েরি হয়েছে। এর পর থেকেই মাসুদের সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে এবং মাসুদকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net