1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম নগরীর ডিসি রোডের সংস্কারে কাজের ধীরগতিতে কাউন্সিলর শহিদুলের ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

চট্টগ্রাম নগরীর ডিসি রোডের সংস্কারে কাজের ধীরগতিতে কাউন্সিলর শহিদুলের ক্ষোভ

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ওয়ার্ডের ডিসি রোডের সংস্কার কাজের ধীরগতি ও ধুনির পুল সংলগ্ন ময়লা অবর্জনায় ভরা চাক্তাই খালে স্কাভেটর দিয়ে পরিস্কারের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ সোমবার (১১ অক্টাবর) এক বিবৃতিতে বলেন,চকবাজার ধুনির পুল তাহের কলোনী সংলগ্ন এলাকা থেকে মিয়ার বাপের মসজিদ পর্যন্ত ডিসি রোডের ভাঙাচোরা অংশ চট্টগ্রাম সিটি কর্পারেশন সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রায় মাস খানেক হলো। সড়কটির বেহালদশায় কর্পারেশনের গত দুটি সাধারণ সভায় তা সংস্কার ও ধুনির পুলের অংশে স্কাভেটর দিয়ে মাটি ও ময়লা আবর্জনা পরিস্কারের প্রস্তাব করছিলাম। মেয়রও তাতে সম্মতি প্রকাশ করে ডিসি রোড দ্রুত সংস্কার এবং ধুনির পুলের অংশ চাক্তাই খালের অবর্জনা পরিস্কারে কর্পারেশনর প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। কেন ডিসি রোডের তাহের কলোনী এলাকায় একটি ক্রস ড্রেন ও আবু কলোনী এলাকায় একটি ক্রস ড্রেন নির্মাণসহ কয়েক ট্রাক বালি ফেলে সংস্কারের বাকি কাজ না করে এখনো ফেলে রাখা হয়েছে। এতে এলাকার জনগণকে সীমাহীন দূর্ভোগ পাহাতে হচ্ছে। ডিসি রোড থেকে চকবাজার কাঁচা বাজারমুখি সড়ক দিয়ে বের হওয়া লাগলে এলাকার জনগণক এখনো নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। কারণ চকবাজার ধুনির পুল সংলগ্ন এলাকার চাক্তাই খালর অংশ শেঠ প্রপার্টিজ (আজিজ কলানী) তাদের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের মাটি সরাসরি খালে ফেলে খাল ভরাট করে ফেলছে।। যে কারণে ডিসি রোড তাহের কলোনীএ মুখে ফালাহ্ গাজী মসজিদ সংলগ্ন রাজ্জাক মাস্টারের বাড়ির পাশে চাক্তাই খালের সাথে সংযুক্ত নালার মুখ সম্পূর্ণ বন্ধ হয়েগেছে। ফলে রোদ বৃষ্টি সবসময় ওই এলাকায় নোংরা পানি জমে থাকার পাশাপাশি রাস্তা সংস্কারের কাজ শেষ না হওয়ায় এলাকার জনগণকে নোংরা পানিতে চলাচল করতে হচ্ছে। এই রোডে কোন যানবাহন চলেনা গুটিকয়ক রিকশা চলাচল করলেও ভাড়া বেশি হাঁকেন চালকরা। আজ (সোমবার) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের পরিছন্ন সেবকরা তাহের কলোনীর মুখে নালা ও চাক্তাই খালের অবর্জনা পরিস্কারের চেষ্টা করছেন। তারা জানান কাউন্সিলর শহিদুলের নির্দেশে তারা এই কাজ করছেন।এই সড়কে চলাচলরত এলাকার জনগণ ও যানবাহন চালকরা সমালাচনা করে বলন, এই নগরে কোন মেয়র কাউন্সিলর আছেন মনে হয় না। কাউন্সিলর শহিদুল আলম অবিলম্বে ডিসি রোডের ধুনির পুল থেকে মিয়ার বাপের মসজিদ এলাকা সংস্কার ও ধুনির পুল এলাকার চাক্তাই খালের আবর্জনা স্কাভেটর দিয়ে পরিস্কারের ব্যবস্থা নিতে মেয়র রজাউল করিম চৌধুরীর প্রতি অনুরাধ জানান। সড়কটির সংস্কার কাজের ধীরগতি নিয় কথা বলত কর্পারশনর নির্বাহী প্রকশলী ফরহাদুল আলমকে ফোন করা হল তিনি রিসিভ করননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম