রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের মৌলভী সাবের বাড়ি প্রকাশ বশর মাষ্টারের বাড়ির মৃত আবু তাহের এর পরিবার গরুর গোবরের দুর্গন্ধে ঘরে থাকতে পারছেনা বলে অভিযোগ উঠেছে। তীব্র দুর্গন্ধের কারণে এ পরিবারটিকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।ইচ্ছাকৃতভাবে গোবর স্তূপ করে রাখার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অভিযোগ উঠে একই বাড়ীর আবুল হোসেন (৫৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে একই বাড়ীর মৃত আবু তাহের এর ছেলে কোরবান আলী (২৫) এলাকার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন সুফল না পেয়ে নিরুপায় হয়ে সংবাদকর্মীদের কাছে এই অভিযোগ করেন।কোরবান আলী অভিযোগ করে বলেন, আবুল হোসেন আমার বাড়ির বাসিন্দা। আমাদের ঘরে পাশে আবুল হোসেনের জায়গা রয়েছে। সেই আমাদের ঘরে পাশে পাকা দেওয়াল সাথে লাগিয়ে গরুর গোবর স্তূপ করে রাখছেন। যার ফলে গোবরের দৃর্গন্ধে আমরা ঘরে মধ্যে বসবাস করতে পারছিনা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। কোনো সভ্য সমাজে এই ধরনের পরিবেশ মেনে নেওয়া যায়না। কোরবান আলী জানান, এই বিষয়ে রাউজান পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ করবেন তার পরিবার। এই বিষয়ে আবুল হোসেন বলেন, আমার জায়গার উপর তাদের ঘরের ছাদের পানি পড়ে। এতে আমার ক্ষতি হচ্ছে। ছাদের পানি পড়া বন্ধ করলে আমি গোবরের স্তূপ সরিয়ে নেব।