প্রধানমন্ত্রী’র মতো আমাদের এক যোগ্য নেত্রী আছে। নেতৃ আমাদের জন্য ১৭-১৮ ঘন্টা কাজ করেন। একজনের পক্ষে দেশের সার্বিক উন্নয়ন সম্ভবপর নয় তাই আমাদের সকলকে এক হয়ে দেশের জন্য,দেশের মানুষের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে হবে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক উপহার, গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বেগম ওয়াসিকা আয়শা খান এম.পি।
বুধবার (১০ নভেম্বর) উপজেলার বারাখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।