কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তাফসির মাহফিলে সাম্প্রদায়িক, উস্কানীমূলক ও রাজনৈতিক বক্তব্য দান করায় বক্তাকে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ শ্রোতা।
এ সময় বক্তাকে
উদ্ধার করতে গিয়ে ঘটেছে তুলকালাম কান্ড। বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপে উড়ে গেছে তার মাথার টুপি, অবমাননা করা হয়েছে পবিত্র কুরআনকে৷
গত ২১ নভেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে ঘটনাটি ঘটে ইসলামপুর ইউনিয়নের হাজী পাড়া খেলার মাঠে।
জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজী পাড়া সিরাত কমিটির উদ্যোগে দিনব্যাপী তাফসিরুল মাহফিলের দিন ধার্য্য ছিল৷ সিরাত কমিটির সভাপতি সম্পাদকের অনুরোধে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরীফ কোম্পানি, সাহাব উদ্দিন মেম্বার, স্থানীয় সমাজ সেবক আবদুল মালেক মিলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার থেকে অনুমতি নিয়ে আসে। জেলা প্রশাসনের শর্ত সাপেক্ষে আয়োজক কমিটি মাহফিল শুরু করেন।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার মাওলানা আজিজুল ইসলাম জিহাদী। ব্যক্তিগত জীবনে তিনি জামাতে ইসলামির রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।
প্রধান বক্তার বক্তব্যে রাখতে গিয়ে শুরুতেই বিতর্কিত বয়ান শুরু করেন। পর্যায়ক্রমে সে রাষ্ট্রদ্রোহী, জামাতের আটককৃত ব্যক্তি, কারাবন্দী যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আইনবহির্ভূত উস্কানিমূলক, ও সাম্প্রদায়িক বক্তব্য রাখেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রোতা বার বার নিষেধ করার পরও বক্তব্য বন্ধ করেনি৷ উত্তেজিত জনতাতাকে শান্ত করতে মঞ্চে এগিয়ে যান ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরীফ কোম্পানি।
শরীফ কোম্পানি এসময় বক্তার কাছ থেকে মাইকের স্প্রীকার চাইলে দেয়নি। স্প্রীকার না দিয়ে পূনরায় বক্তব্য চলমান রাখে। একপর্যায়ে ঐ বক্তা স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের নামে মনগড়া গল্প কাহিনি শুরু করলে বিক্ষুব্ধ শ্রোতা বক্তাকে লক্ষ করে উপর্যপুরী জুতা নিক্ষেপ করেন।
পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা এগিয়ে এসে বক্তাকে নিরাপদে নিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই রকম বক্তা জীবনেও দেখি নাই। মঞ্চে উঠা মাত্র সাম্প্রদায়িক, উস্কানিমূলক, সরকার বিরোধী, যুদ্ধপরাধীদের বিচার কার্য নিয়ে বক্তব্য রাখেন। তাকে ক্ষুদ্র বার্তা পাঠিয়ে শালিনতা বজায় রেখে বক্তব্য রাখার অনুরোধ জানালে ক্ষিপ্ত হয়ে আরো বেপরোয়া হয়ে বক্তব্য রাখে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রোতা তাকে জুতা নিক্ষেপ করে। ঐ সময় বক্তার মাথার টুপি মাটিতে পড়ে যায়।
একই কথা জানালেন সিরাত কমিটির সভাপতি মৌলভী আবদু রহমান। এদিকে এই ঘটনাে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইসলামপুরের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরীফ কোম্পানিকে জুতা নিক্ষেপ করা হয়েছে বলে গুজব ছড়ায়। এর প্রতিবাদে হাজী পাড়া সিরাত কমিটির উদ্যোগে গত ২২ অক্টোবর এশারের নামাজের পর হাজী পাড়া বাজার প্রাঙ্গনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহাব উদ্দিনের সভাপতিত্বে আবদুল মালেকের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী, সিরাত কমিটির সভাপতি মৌলভী আবদু রহমান, বাজার পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক, শামশুল আলম, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ কোম্পানি, মাষ্টার নুরুল আমিন, ছাত্র নেতা রফিকুল ইসলাম প্রমুুখ।
এসময় বক্তারা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং মোঃ শরীফ কোম্পানিকে জুতা নিক্ষেপ করা হয়েছে মর্মে যে প্রপাগাণ্ডা ছাড়িয়েছে এতে করে আগামী ইউপি নির্বাচন থেকে তাকে দূরে রাখতে পারবে না জানিয়ে হাজী পাড়ার মানুষ একাট্রা হয়ে শরীফ কোম্পানির পাশে থাকার ঘোষণা দেন। এসময় শত শত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।