চট্টগ্রাম ভূমিদস্যুরা প্রতিদিন নির্বিচারে পাহাড় নিধন করছে প্রশাসনকে ম্যানেজ করে। পরিবেশ অধিদপ্তরের মাঝে মধ্যেই লোক দেখানো অভিযানের মাধ্যমে সামান্য কিছু আর্থিক জরিমানা করেন। এতে আরও অপরাধের মাত্রা বেড়েই চলছে। এতে পরিবেশ অধিদপ্তরের উদাসীনতাকে রহস্যজনক মনে করছেন সচেতন মহল। আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাত্তাই দিচ্ছেনা এসব ভূমিদস্যুরা।সরকার দলীয় জনপ্রতিনিধি প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায়
আকবর শাহ থানাধীন ইসলামবাদ হাউজিং সোসাইটিতে কেয়ারটেকার হানিফ মাঝি প্রতিদিন রাতে আধারে পাহাড় নিধন করে যাচ্ছে বায়েজিদ লিংক রোডে ৬ নাম্বার ব্রীজের অফসাইডে কলাবাগানের মধ্যেই। ছিন্নমূল এলাকায় রাজনীতির ছত্রছায়ায় নির্বিচারে পাহাড় নিধন করা হচ্ছে প্রতিনিয়ত। এমনভাবে পাহাড় কাটা হচ্ছে অনেকেই বুঝতে পারবেনা এখানে পাহাড় ছিলো।সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলে পাহাড়ের বিশাল অংশ দখল করে কর্তনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বস্তি।ওই এলাকায় বেশিরভাগ জায়গা পাহাড় বেষ্টিত। সরকারি পাহাড় নিধন করে ভূমিদস্যুরাও প্লট বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে হাতিয়ে নিচ্ছে। এসব দখল-বেদখল নিয়ে মাঝে মাঝে শুরু হয় দাঙ্গা-হাঙ্গামাও হয় শক্তির প্রদর্শনি।বায়েজীদ লিংক রোডের পাশে বিশাল পাহাড় কেটে সমতল করে ফেলেছে এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন,পরিবেশ অধিদপ্তরের সামন্য জরিমানাতেই সমাপ্তি ঘটে। এসব পাহাড় দস্যুদের সাথে অনেক সরকারি কর্মকর্তারও যোগসাজস রয়েছে।