1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৈতৃক ভিটায় ঘর নির্মাণে সৎভাইয়ের বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচার চেয়ে ডিসির কাছে মেম্বারদের আবেদন  ডাকসু নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ের আভাস কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের গ্রাম প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাবেক আইজিপি মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল : চিফ প্রসিকিউটর চাঁদাবাজির মামলায় প্রতারক সিকদার লিটনের জামিন আবেদন নাচক ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই : আপিল বিভাগ

পৈতৃক ভিটায় ঘর নির্মাণে সৎভাইয়ের বাঁধা

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৩৫ বার

সৎভাইদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালা গ্রামের আব্দুল আউয়াল ও তার পরিবার।

এ বিষয়ে বৃহস্পতিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আব্দুল আউয়াল বৈরাগীরচালা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের ছেলে।

প্রতিবেশী ও থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, পরিবারসহ গত ৫০ বছর ধরে পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন আউয়াল। গত কয়েকদিন ধরে নতুন করে ৪টি টিন সেট ঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি। কিন্তু ঘরের অর্ধেক কাজ চলার মুহুর্তে সৎ ভাই আবুল হোসেন, বাবুল হোসেনসহ ৪/৫জন প্রতিবন্ধকতা তৈরি করতে থাকে। বিভিন্ন লোকজন ব্যবহার করে ঘরের কাজ বন্ধ করে দেয়। আদালতে মামলা দায়ের করলেও আব্দুল আউয়ালের পক্ষে রায় আসে। তারপরও কাজ করতে দিচ্ছে না সৎ ভাইয়েরা।

আব্দুল আউয়াল বলেন, দলিল মূলে আবুল হোসেন ও বাবুল মিয়ার সমস্ত জমি দখলে রয়েছে। এছাড়াও বাপের কাছ থেকে গোপনে দলিল করে তার মা বেশী জমি নিয়েছে। তারপরও জমি চায়। আমি নিরীহ প্রকৃতির লোক বলে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ ফয়সালা দাবী করছি।

কিছু জমি সেখানে পাবেন জানিয়ে অভিযুক্ত আবুল হোসেন বলেন, দলিল মূলে আমার জমি দিয়ে দিলে ঘরে বাঁধা দিবো না। এমনিতেই তারা বেশী জমি দখলে রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু এ জমি নিয়ে আদালতে মামলা রয়েছে তাই উভয় পক্ষকেই শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net