বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা হলদা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভি হালদা নদীর মুখ গড়দুয়ারা নয়াহাট অংশ থেকে কালুরঘাট ব্রীজ পর্যন্ত এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করেন।
পরিচালিত অভিযান সম্পর্কে অবৈধ মৎস শিকারী’রা অভিযান আঁচ করতে পেরে জালগুলো ফেলে পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা যায় নি।’ উল্লেখ করে ইউএনও বলেন→
‘সেচ্ছাসেবীদের সহায়তায় জাল উত্তোলন করা হয়।
অভিযানে সহযোগিতার জন্য আইডিএফ, সেচ্ছাসেবী ও তথ্যদাতাগণ’কে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গতকাল পরিচালিত অভিযানেও বিপুল পরিমাণ মাছ শিকারের জাল আটক করেছিলো উপজেলা প্রশাসন।
এর আগের দিন শনিবারে চালিত অভিযানে দুটি বড়ো আইড় মাছ এবং জাল আটক করেছিলো সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা রনি।
হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত কঠোর অভিযান চলবে। সংশ্লিষ্টদের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।